আমাদের কথা খুঁজে নিন

   

F . . K the System (শিক্ষাপদ্ধতি)

চারপাশটাতে ছড়িয়ে আছে অসাধারন সব কিছু আর এই সব কিছুর মাঝে আমি খুবই সাধারন একজন...

প্রথমেই মাফ চেয়ে নিচ্ছি এই ধরনের শিরোনাম দেয়ার জন্য। এই বিষয়ে অনেকদিন থেকে লিখব ভাবছিলাম তবে আজ প্রথম আলোর গোল টেবিল বৈঠক দেখে না লিখে পারলাম না। আমরা যারা বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ি তারা এসপ্মর্কে জানেন। আমরা জীবনের একটা সময় চরম হতাশায় ভোগি এই ভেবে যে আমরা এতদিন কি পড়েছি, বা তা দিয়ে আমরা কি করতে পারব? মাত্র তিনটা ঘন্টা আমাদের ভবিষ্যত নির্ণয় করে গ্রেডিং এর মাধ্যমে। আমরা বাস্তবেই জানিনা।

কিন্তু আমাদের কাছ থেকে শিক্ষকগণ বিশাল কিছু আশা করে বসে থাকেন যদিও শিক্ষকগন আমাদের যতটুকু দেয়া উচিত তা না দিয়ে। অনেকে থাকেন অন্যত্র ক্লাস নিয়ে ব্যস্ত, কেউ রাজনীতি আর মাঝখানে বলির পাঠা আমরা সাধারন শিক্ষার্থীরা। আবার বছর বছর টিউশিন ফি বাড়ানোর তাগিদ। আমাদের দিয়ে খুব বেশি হলে একজন বড় মাপের কেরাণি বানানো যাবে। যাদের প্রধান য়োগ্যতা খুব দ্রুত লেখা, ভালো মুখস্ত করতে পারা, আর বসদের তেল দেয়া শিক্ষকদের মত যা আমরা শিক্ষা জীবনে শিক্ষা পাই।

বিশ্ববিদ্যালয় হল এমন একটি জায়গা যেখানে সবার যোগ্যতার মূল্যায়ন হওয়া উচিত। শেষ সময়ে এসে শুধুমাত্র এই বলার আছে . FUCK THE SYSTEM OF UNIVERSITY of BANGLADESH.

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।