আমাদের কথা খুঁজে নিন

   

হায় সার তুমি কার, মেঘনার!



যে দেশের আম জনতাগন এতটুকুন সারের আশায় কাক ভোর থেকে ঠায় দাড়িয়ে থাকে ডিলারের চৌকাঠে। যে দেশে কয়েক কেজি মাত্র সারের জন্য হাড্ডিসার মানষগুলো অকাতরে বুকের লাল রক্ত ঢেলে দেয় কালো রাজপথে, সে দেশেই কিনা বৃষ্টির পানিতে কোটি টাকার সার ভেসে যায় মেঘনার জলে। অল্প শোকে কাতর আর অধিক শোকে নাকি পাথর, আমরা কি পাথর হব? বুকে পাথর বেধেই তো এই আম জনতারা নিজে অভুক্ত থেকে আমাদের মত ভদ্দরলোকেদের নাওয়া খাওয়ার দায়িত্ব তুলে নিয়েছে তাদের কাধে। তদারকি আর দায়িতেব অবহেলার কারনে এভাবেই গত তিন মাসে ১০ কোটি টাকা ক্ষতির আশংকা করা হচ্ছে, এর দায় নেবে কে? নিশ্চয় সেই আমজনতা............অতঃপর

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।