shamseerbd@yahoo.com
ব্লগ কি নেশা !!! এই নিয়ে দ্বিমত থাকলেও আমার কাছে এটা অনেকটা চা পানের মত । দিনে কয়েকবার যেমন চা খাওয়া হয় তেমনি প্রতিদিন বেশ কয়েকবার ব্লগে না ঢুকলে ভাল লাগেনা। কমেন্ট অনেক কম করলেও প্রায় সবগুলো পোস্টের উপরই একবার করে চোখ বুলানোত হয়ই, অন্তত শিরোনামে, এখনত মাঝে মাঝে মোবাইল থেকেও পড়ার চেষ্টা করি।
এই ব্লগের কল্যানে নতুন একটা আঙ্গীনায় নিত্য পথ চলা। যাদের সাথে যোগাযোগের কথোপকথনের কোন সম্ভাবনাই ছিলনা, এমন কত জনের সাথেই যে নতুন সেতুবন্ধন তৈরি করে দিল এই ব্লগ।
জানতে পারছি , জানাতে পারছি- অন্যরকম একটা মজা আছে। একধরনের আত্নিক সম্পর্ক ও তৈরি করে দেয় এই ব্লগ নিত্য যোগাযোগের এই ভার্চুয়াল জগতে ।
নিজের মনের কথাগুলো অবলীলায় বলে যাবার জন্য ব্লগের চেয়ে ভাল আর কোন মাধ্যম হয়না । ব্লগ মানে আমার কাছে মনের খাতা , ভাবনাগুলো লিখে রাখা, শেয়ার করার জায়গা , হয়ত কারো ভাল লাগবে, কারো নাও লাগতে পারে ,সেটা কোন ব্যাপারনা। এই ব্লগ না থাকলে এভাবে লেখাও হতনা, এত লেখাও পরা হতনা ।
একটা সময় অফিসে অনলাইনে প্রতিদিনই বেশ কয়েকটা পত্রিকার পাতায় চোখ বুলাতাম, সেটা বন্ধ হয়ে গেছে অনেক আগেই , বিভিন্ন পেপোরের গুরুত্বপূর্ণ আর মজার নিউজের লিংকগুলো এখন ব্লগেই পেয়ে যায় । সময় কাটানোর জন্যও ব্লগ জটিল একটা জায়গা, সাথে বোনাস হিসেবে নানা রকম ক্যাচালত আছেই - কে কার পোস্টে মাইনাস দিল, কে কাকে গালি দিল , স্কুলের সময়গুলোর কথা মনে পড়ে যায় !!!!
মনের মাধুরী মিশিয়ে লেখার একটা জায়গা ছিল স্কুলের বাংলা দ্বিতীয় পত্রে রচনা লেখা, যেখানে পৃষ্ঠা গনে নাম্বার দেয়া হত, সো যত বড় করা যায়। এর বাইরে আসলে তখন কখনো কিছু লেখার চেস্টা করেছি বলে মনে পরেনা, দুরন্ত কৈশোরে সে সময়ইবা কোথায়।
কলেজে ভর্তি হবার পর পাড়াত বন্ধু প্লাস ক্লাশমেট লিংকন বলল দোস্ত বিজয় দিবসে ক্লাব থেকে (পাড়ায় পাড়ায় ক্লাব চর্চাটা এখন মনে হয় নেই, অথচ তখন খেলাধুলা সহ নানা কাজে আমাদের কৈশোর কি মুগ্ধতায় না কেটে গেছে , আন্তঃপাড়া ফুটবল/ ক্রিকেট ম্যাচগুলা যে কি নিদারুন আনন্দের ছিল) একটা দেয়ালিকা বের করব, পারলে একটা লেখা দিস। সেদিন রাতে পড়তে বসে ভাবলাম একটা কবিতা লেখার চেস্টা করলে কেমন হয়, যেই ভাবা সেই কাজ, জীবনে প্রথমবারের মত একটা কবিতা (আমি তাই ভাবছি) দাঁড় করিয়ে ফেল্লাম -
তারা চেয়েছিল শোষন করতে
শৃংখল পরাতে আষ্টে-পৃষ্ঠে
নিষ্ঠুর নির্মম করাঘাতে
করেছিল জর্জরিত আমাদের।
আমরা ভেঙ্গেছি তাদের শৃংখল
দেইনি করতে শোষন
নিষ্ঠুর নির্মম প্রতিঘাতে
উল্টো তাদের করেছি জর্জরিত।
তারপর !!!!!
চেয়েছিলাম গড়তে নতুন স্বদেশ
যেখানে থাকবে শান্তি, আরাম আয়েশ
থাকবেনা কোন প্রতিহিংসা, উন্মত্ততা
উড়বে শুধু শান্তির পতাকা ।
কিন্তু ??
উড়ছে কি আজ শান্তির পতাকা
পেয়েছি কি আমরা সুখের ছোঁয়া
পাব কিনা তারও নেই কোন নিশ্চয়তা
এমনতো হবার কথা ছিলনা । ।
এরপর নিজের ডায়েরিতে টুকটাক কথামালা সাজানোর কাজটা চলত।
ভার্সিটিতে আমরা দশ বন্ধু মিলে একটা বাসা নিয়ে থাকতাম। সেখানে ককশিট দিয়ে একটা দেয়ালিকা বানানো হল, যার যা খুশি লেখার জন্য , যদিও তার অধিকাংশই ছিল একে অন্যকে নিয়ে খোছাখুছি করে লিখা, অনেক মজারও ছিল কাজটা, সবাই বেশ উপভোগ করতাম।
বেকার জীবনে পেলাম সামুব্লগের দেখা। নানা লেখা পড়ি, আমারও লেখতে ইচ্ছা হয়, ভাবি আমিও লিখব। কিন্তু বাংলা যে লিখতে পারিনা ।
ছবি ব্লগ আর এই সেই লিখে সাড়ে তিনবছরে গত আগষ্টে দেখি আমিও শতাধিক পোস্ট করে ফেলেছি। তত দিনে বাংলা লেখাটাও শিখে ফেলেছি, যদিও বানানে থাকে অজস্র ভুল। কিন্তু তাতে কি, আমার এই সেই লেখা চলতে থাকে, ব্লগ যে মনের খাতা, মনের মত করে লিখে চলি । এই সেই লিখতে লিখতে আজ দেখি আমি দ্বিশতাধিক পোস্ট লিখে ফেলেছি !!!!
পথ চলতে চলতে অনেক দিনের প্রিয় জায়গাটিতে পেয়ে গেছি অনেকগুলো প্রিয় মানুষ, মনে রাখার মত, সংগ্রহে রাখার মত অনেকগুলো চমৎকার লেখা, হাই হ্যালো থেকে শুরু করে ব্যক্তিগত আলাপচারিতা, ব্লগ থেকে ফেসবুকে, ভাল লাগা ছড়িয়ে তাকে, ছড়িয়ে যায় পরতে পরতে । একটাইত জীবন, পথ চলাই জীবন, সময় কাটানোই জীবন।
কেটে যাচ্ছে সময়গুলো, নিজের মত করে ।
শততম পোস্টটি দিয়েছিলাম আমার তোলা ছবিগুলোর কালেকশন নিয়ে এই শিরোনামে " বাংলাদেশের প্রায় সকল পর্যটন স্হানের ছবি ব্লগের সংকলন " । আজ সেটা আবার এডিট করলাম। মোটামুটি আমার পুরো বাংলাদেশটাকেই এখন পাওয়া যাবে ঐ লিংকে ( Click This Link ) ।
সবাইকে শুভেচ্ছা, ভাল থাকুন, হ্যাপী ব্লগিং !!!
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।