আমাদের কথা খুঁজে নিন

   

কবি যেখানে সরব (খোঁচা পোস্ট-২)

শিক্ষিত মূর্খ। আকিবুকি। গননা করবার শখ আর জাগেনা আগের মত। মাথাটাকে না খাটাতে খাটাতে তেলের ড্রাম হয়ে যাচ্ছে।
আমার দেখা সামুর বেস্ট কবি (জানিনা এতেও আবার কবি মাইন্ড করেন কিনা)।

কথাটা আমি ফাজলামো করে বলিনি, মন থেকেই বলছি। যদিও গল্পের চেয়ে কবিতায় আগ্রহ কিছু কম পাই তবু কবিতার প্রতি আগ্রহ সৃষ্টি হয় ফেসবুকে আমার এক কবি বন্ধুর কবিতা পড়তে পড়তে। সামুতে এসে বেশ ভাল কিছু লেখকের দেখা পেলাম। যাকে নিয়ে এই খোঁচা পোস্ট আমার মত সাহিত্য বিষয়ে অজ্ঞ একজনের চোখে, সে সামুর সবচেয়ে ভালো এবং আসলেই একজন অন্য স্তরের কবি। শুধু আমার চোখেই নয়, আমার আরো যে কয়জন ফ্রেন্ড আছে সামুতে তারাও স্বীকার করেছে ‘অ’ আসলেই একজন পিওর কবি।

তার লেখালেখির মাত্রা জ্ঞান অসাধারন। আর সাহিত্য নিয়ে যে ব্যাপক পড়া লেখা যে তার আছে সেটা তার লেখা দেখলেই সম্যকভাবে অনুভব করা যায়। তা কি এমন কেলেংকারি হল যে, যাকে নিয়ে এত উচ্ছ্বসিত প্রশংসা তাকে পিন কিংবা গজাল মেরে খোঁচা পোস্ট দিতে হবে? “এখানেই কবি নিরব”। মোটেও না বরং আমি বলব এখানেই কবি সরব। সো লেটস স্টার্ট আওয়ার এ্যাডভেঞ্চার ম্যানননন।

কবির আগমন আমার পোস্টেই প্রথম হয়। আমি একটা শিশু সুলভ কবিতা লিখেছিলাম, যেটা আমার লেখা প্রথম এবং এখন পর্যন্ত একমাত্র কবিতা। ওটা পোস্ট করি সামুতে। যাই হোক কবি এসে ২-৩ টা কমেন্ট করে গেলেন। নরমালি আমার পোস্টে কেউ কমেন্ট করলে আমিও তার পোস্টে ঢু মেরে আসি (আগে খুব ভাল ভাবে মেন্টেইন করতাম, এখন মাঝেমধ্যে ব্যত্যয় ঘটে)।

কবির লেখা পড়ে আসলেই ইমপ্রেসড হলাম। বেশ শক্ত হাতের লেখা। কামেল বান্দা কোন সন্দেহ নেই। তো ধীরে ধীরে কবির সাথে ঘনিষ্টতা বাড়তে লাগল। বন্ধুর মতই ছিলাম।

তবে একটা জিনিস লক্ষ্য করতে শুরু করলাম যে আমাদের সবার চেয়ে ওর ধাঁচ একটু আলাদা। আমদের আন্ডারগ্রাউন্ড গ্যাংস্টা টিমের প্রায় সবাই অসাধারন প্রতিভাবান লেখক (আমি ছাড়া, বিনয় নয় যারা আমার লেখা পড়েন তারা ভাল ভাবেই জানেন)। যেহেতু সামহোয়্যার ইন সচলায়তন নয়, তাই আমরা সবাই মাঝে মধ্যে লাগামহীন বিনোদনে মেতে উঠি, আর যেহেতু সামহোয়্যার ইন এ বিনোদনের কোনই আভাব নেই তাও আমাদের ঠেকানোরও কোন প্রশ্ন আসেনা। কিন্তু এসব ক্ষেত্রে কবি নিরব। কবি ভুলেও কবে মজা করেছেন বা বিনোদনে মেতেছেন তা দেখতে হলে স্মৃতির পাতা উল্টোতে হবে বেশ খানিকক্ষন চলে যেতে হবে ৬-৭ মাস আগের কোন চাপা পড়া পোস্টএ।

আমার মত যারা পোস্টে হিট নিয়ে উদাসীন (যারা আমাকে চিনেন তারা ভাল্ভাবেই জানেন, আর যারা চিনেন না তারা ১১ মাস ২ সপ্তাহে আমার হিট সংখ্যা দেখে নিন) তারাও পোস্টে প্লাস পেলে খুশি হই, কেউ পোস্ট প্রিয়তে নিলে খুশিতর হই। কেউ যদি বলে স্বজনপ্রীতির প্লাস দিয়া গেলাম। উত্তরে বলে দেই স্বজন প্রীতির প্লাস ভালা পাই। ঠিক এরকম একটা কাজ করতে গিয়েছিলাম কবির মুভি রিভিউ নিয়ে লেখা এক পোস্টে। জনাব স্মৃতিটা সুখকর হয়নি।

কবি এখানে সরব ধীরে ধীরে বুঝতে শুরু করলাম কবি আসলেই অন্য ধাঁচের মানুষ। প্লাস মাইনাস এসবের উর্ধ্বে চলে যাচ্ছেন ধীরে ধীরে। ফেসবুকে কবির সাথে ঠাট্টা মসকরা করবার প্রচেষ্টাগুলো একেবারে মাঠে নয় মাঠের আগে যে রাস্তা ওই রাস্তাতেই মারা পড়ছে। আরো বুঝতে শুরু করলাম কবির পোস্টে পুট্টুম প্লাস দেয়াটা এখন থেকে বোকামি হয়ে যাবে। এটাও আঁচ করতে থাকলাম কবির পোস্টে কমেন্ট করতে ভয় করা শুরু করল।

আমি বুঝতে পারলেও জনৈক অন্ধ আগন্তুক মোটেও আঁচ করতে পারেননি কবির ঝাঁঝ। সরল মনে কবির পোস্টে পুট্টুম প্লাস দেয়া মাত্রই ধরা। ধরা মানে ধরা, কবি এখানে সরব একই পোস্টে আরেকটা চরম ধরা খেলেন আমাদের পাহাড়ের কান্না মামু। মামু খারাপ কিছু বলেননি। ভাল মানুষের মত পোস্টখান প্রিয়তে নিলেন।

বাপরে বাপ!!! নিচে দেখেন। যেহেতু অন্ধ আগন্তুক পুট্টুম প্লাস দিয়ে ধরা খেয়েছে, এটা দেখেই আমার মাথায় দূষ্ট বুদ্ধি চেপে গেল। জানি কবিকে প্লাস দিলেই ক্ষেপবে। তাই শুধু প্লাসই দিলাম না বেপক রিস্ক নিয়ে ইয়ালি বলে নিচের কমেন্টখান করে ফেললাম। ইচ্ছা ছিল কবি ক্ষেপে যাবে।

আরো কয়েকটা ক্ষেপানিমূলক কমেন্ট করে বলে দিব যে কবিকে ক্ষেপিয়ে ট্র্যাপে ফেলবার জন্যই আমার এই কুবুদ্ধি। কবি সেই সুযোগ আর দিলেন না। নো আপিল, নো থার্ড আম্পায়ার একেবারে ক্লিন বোল্ড। পোস্ট শেষ। আর কিচু কইবার নাই।

তব্দা খায়া গেচি পুরা। মুখে চেইন আটকাইচি। আর এই ভাইবা ব্যাফুক লইজ্জা লাগতেসে যে আমার ব্যাফুক ছাইপাশ পোস্টগুলো সবই কবি পড়েছেন। কি লজ্জার ব্যাপার…. বিঃদ্রঃ ১। কবির নামে কেউ বাজে মন্তব্য করলে কমেন্ট ডিলিট মেরে দেয়া হবে নির্দিধায়, যেহেতু কবি আমার ভাল ফ্রেন্ড ২।

কোন আকারে ইঙ্গিতে বা সরাসরি কবির নাম কমেন্টে উল্লেখ করা দেরী কমেন্ট মুছতে দেরী নাই। এক্ষেত্রে বাকশালী আচরন করা হবে (যদিও এখন পর্যন্ত ক্লিয়ার না জিনিসটা কি, সামু যেসব ব্লগার এটা বলে চিক্কুর পারে তারাও আসলে জিনিসটা কি জানে কিনা সন্দেহ)।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।