আমাদের কথা খুঁজে নিন

   

সম্যসা সমস্যা মহা সমস্যা ??!!!!! এর সমাধান কি?????



আজ প্রায় দুই তিন বছর যাবৎ দেশের সবচেয়ে বড় সমস্যা টা কি তা জানতে চাই অনেকের কাছে। কেউ বলে পানি সমস্যা ... কেউ বলে গ্যাস সমস্যা ...... কেউ বলে বিদ্যুৎ সমস্যা ..... কেউ বলে পার্বত্য পাহাড়ী বাঙ্গালী সংর্ঘষ .... পাহাড়ী জমি সমস্যা যারা সীমান্তে থাকেন তাদের নিকট বিএসএফ এর তান্ডব.. পাখির মত বাংলাদেশীদের গুলি করে মারা... শহরে মধ্যে পরকীয়া সমস্যা (অনেক ছোট নিষ্প্রাপ শিশু কে আমরা হারিয়েছি).... স্কূলে ছাত্রীদের নিকট ইভটিজিং সমস্যা......(ইতিমধ্যেই বেশ কিছু বোনকে অকালেই আত্মহুতী দিতে হয়েছে) দেশের অধিকাংশ সচেতন মানুষের নিকট ফারাক্কা এবং নব্য ফারাক্কা তথা টিপাইমুখ বাধ৭ সমস্যাটি বেশ গুরুত্বপূর্ণ বিষয় বলে মনে হয়েছে। কারো কারো নিকট ছিনতাই খুন , ছাত্রলীগের শিক্ষাঙ্গনে সন্ত্রাস তান্ডবলীলা, চাঁদাবাজি, টেন্ডারবাজি........................... আরো হাজারো সমস্যা............................. বলতে পারবেন এই সকল সমস্যার সমাধান কি?????????????????/ আপনাদের কি মনে হয় জানি না । তবে আমাদের বর্তমান সরকারে কাছে এর একমাত্র সমাধান যুদ্ধাপরাধ বিচার......... আর এই এক যুদ্ধাপরাধ বিচার হলেই সমধান হয়ে যাবে আমাদের এমপি মন্ত্রীদের ধারনা............ হায়রে আজব দেশের আজব মানুষের আজব সমস্যার আজব সমাধান...........................

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।