আমাদের কথা খুঁজে নিন

   

ঈদে মন ভাল রাখা দায়!

সাহাদাত উদরাজী www.udrajirannaghor.wordpress.com

ঈদে আসলে আমি ভয়ে থাকি। বিশাল খরচের ব্যাপারটা আমাকে পেয়ে বসে। বড় পরিবারের সন্তান আমি। চাচারা/ফুফুরা ১০ জন। মামারা খালারা ১০জন! মোটামুটি দুই পরিবারে ২০০ জন হতে পারে।

এপারে আমার বাবা সবার বড়, ওপারে আমার আম্মা সবার ছোট। এক সময় অনেকে অনেক কিছু দিয়েছি। এখন আর পারি না। গত ৮ বছরে আমার বেতন তেমন বাড়েনি। বরং চাকুরী পরিবর্তনে আমার বেতন/ সুযোগ সুবিধা আরো কমেছে।

নিজের পরিবারে দিন দিন খরচ বাড়ছে, স্ত্রী/বাচ্চার চাহিদা পুরন, নিত্য প্রযোজনীয় দ্রবাদির মুল্য বাড়া সহ নানা বিধ খরচের কথা চিন্তা করলে মাথা ফাকা লাগে। মাসিক বেতনের টাকায় চলা দায়। আগের সঞ্চিত টাকা ভাঙ্গা ও শেয়ার মার্কেটে লংগিত টাকা ভাঙ্গে দিন কাটাছি। বয়স বাড়ার সাথে সাথে অসুখ বিসুখও যেন তেড়ে আসছে। আজ আমার এটা তো কাল স্ত্রীর ওটা।

এই টেস্ট তো ওই টেস্ট! কত কি। এর মাঝে আসে ঈদ। সবাই যেন বলতে থাকে, দাও দাও। গ্রামের বাড়ী থেকে আসে নানা চাহিদা, এর এটা, ওর ওটা চাই! সবার মন ভাল রাখতে গিয়ে আমার মন ভাল রাখা দায়!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।