আমাদের কথা খুঁজে নিন

   

এক ক্লিকে উবুন্টুকে দিন ম্যাকের চেহারা।

আমি হিমেল, আমার ব্লগে আপনাকেস্বাগতম।
উবুন্টুকে ম্যাকের রূপ দিন অতি সহজেই, বলতে পারেন এক ক্লিকেই। আমাদের উবুন্টুকে ম্যাকের চেহারা দিতে পারি Macbuntu 10.04.2 নামাক এই অ্যাপ্লিকেশনটিতে ব্যবহার করে। Macbuntu 10.04.2 ইন্সটলের পর আমার উবুন্টুতে আমরা দেখতে পাবো ম্যাকের Mac Osx Leopard এর চেহারা। Macbuntu 10.04.2 শুধু আমাদের থীমই পরিবর্তন করবে না, পরিবতর্ন আসবে ফন্ট, আইকন, প্যানেল, ব্রাউজার থীম, ওয়ালপেপার ও কমপিজেও ।

তাহলে আসুন দেখে নেই কিভাবে Macbuntu 10.04.2 অ্যাপ্লিকেশনটিতে আমাদের পিসিতে ডাউনলোড করবো। # ডাউনলোড করুন Macbuntu 10.04.2 tar.gz প্যাকেজটি। # এখন ফাইলটি এক্সট্রাক্ট করুন। # এক্সট্রাক্ট করা ফোল্ডারে install.sh নামে একটি ফাইল দেখতে পাবেন, ফাইটিকে ডবল ক্লিক করে Run in Terminal অপশনটি সিলেক্ট করুন। # ব্যাস, আপনার কাজ শেষ বলতে পারেন, Terminal এ কাজ চলছে, কিছুক্ষণেই মধ্যেই দেখতে পাবেন আপনার উবন্টুর পরিবর্তিত ম্যাকের চেহারা।

আজাইরা পেচাল : উবুন্টু বিষয়ক অনেক লেখা পাবেন হিমেলের ছোট্ট ঘরে ।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।