আমাদের কথা খুঁজে নিন

   

১৬৮ ঘন্টা পর্যবেক্ষন। ইএএএএএএএএএএ

একজন না সাধারন ব্লগার।

" আপনি নতুন ব্লগার সামহোয়্যার ইন ব্লগে... আপনাকে স্বাগতম। আপনাকে প্রথম পাতায় লেখার সুযোগ দেবার আগে আপনাকে ৭দিন পর্যবেক্ষনে রাখা হবে। প্রথম পাতায় লেখা পোষ্ট করার সুবিধা পেতে ভালো লেখা পোষ্ট করুন এবং ব্লগের নিয়ম মেনে চলুন। " ইএএএএএএএএএএ আমি নতুন ব্লগার।

ওতোটুকু পড়ে বেশ ভালো লাগছিল, সারাদিন এ এই প্রথম মনটা ভালো হয়ে গেল। যদিও অল্প সময়ের জন্য। সামহোয়্যার ইন ব্লগে শুভেছ্ছা স্বাগতম সবই ঠিক ছিল কিন্তু ৭দিন পর্যবেক্ষনে-র ব্যাপারটা ঠিক মনমত হোলনা। বাংলা হাতে কলমে (অর হাতে কিবোর্ডে?) অনেকদিন পরে লিখটেসি, এতোটুকু লিখে অনেক বানান ই ভুল মনে হছ্ছে। যাই হোক, ব্যাক টু টপিক, কথাবার্তা এত পেচানোর মেইন কারন হলো ৭দিন পর্যবেক্ষন এর ব্যাপারটা মনটাকে আনন্দে ভরে দিলো।

পুরো ৭দিন = (৭*২৪) ১৬৮ ঘন্টা ধরে আমাকে নিবিড়ভাবে পর্যবেক্ষনে রাখা হবে, নিজেকে সেলিব্রিটি টাইপ মনে হছ্ছে। পাপারাজ্জিরা আমাকে ঘিরে ধরে রাখবে টানা ১৬৮ ঘন্টা ধরে, ভালো না লেগে যায় কোথায়? যদিও কারো কারো কাছে জিনিশটা কিন্চিৎ অপমানজনক মনে হতে পারে, বিশেষ করে "রাখা হবে" কথাটা শুনতে কিন্তু অতোটা মধুর না। যদিও আমার কাছে কিন্ত একেবারেই কিসসু মনে হয়নি। কোথাও নতুন গেলে অজানা অপরিচিত মানুষকে সন্দেহের চোখে দেখাটাই স্বাভাবিক। দুহাত বাড়িয়ে কোলাকুলি শুরু করলে আমারই বরন্গ সন্দেহ হোত, কাহিনী কি? গে নাকি? এই একটা অসন্গতি ছাড়া সামহোয়্যার ইন ব্লগে কমপ্লেইন করার মতো আর কিছু পেলামনা।

যেকয়টা ব্লগ পড়লাম, কমেন্ট দেখলাম বেশ ইন্টারেস্টিং, আর প্রথমদিন হোম পেইজে "বাঁধ ভাঙ্গার আওয়াজ" - বাধ ভাঙ্গাভাভাঙ্গির ছবিসহ দেখার পড়ে খুব বেশিক্ষন চিন্তা করতে হয়নি নাম লিখাতে। এই যায়গা অনেকদিন আগে থেকেই চিনতাম, মাঝেমাঝে ব্লগ ও পড়তাম, আলসেমি করে নাম লেখানো হয়নি। ঘাড় ধরে রেজিস্টার করানোর জন্য আমার বন্ধু রিডার১ কে ধন্যবাদ দিয়ে ছোট না করার সিদ্ধান্ত নিলাম। বাকি সবাইকে ধন্যবাদ কষ্ট করে পড়ার জন্য।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।