আমাদের কথা খুঁজে নিন

   

নকল সুরে গান

!!!

সুরকার আলাউদ্দীন আলী পত্রিকায় অভিযোগ করেন যে মুম্বাইয়ের সুরকাররা অনুমতি না নিয়েই তার গানের সুর হিন্দী গানে ব্যবহার করছেন। মাইলস তাদের গানের সুর নকল করার কারণে ভারতে মামলা করে দিয়েছিল। ভাগ্য ভাল যে হিন্দী গানের সুরকাররা বাংলা গান হয়তো শুনেন না। তা হলে আমাদের দেশীয় সুরকারদের আর গানে সুর করতে হতো না। কপিরাইট ভঙ্গের দায়ে হয়তো শাস্তি গ্রহণ করতে হতো।

মূলত আশির দশক থেকে দেশে ব্যাপকভাবে নকল সুরের প্রভাব পড়ে। এই সময় গুণী গায়িকা সামিনা চৌধুরী নকল সুরে গান গাইবেন না ঘোষণা দিয়ে প্লেব্যাক থেকে হয়ে যান প্রায় বিতাড়িত। আর রুনা- সাবিনা’রা অবলীলায় নকল সুরে কন্ঠ দিতে থাকেন। সম্প্রতি সামিনা আবার সিনেমায় গান করছেন। নকল সুরে গান না গাওয়ার জন্য তাকে শ্রদ্ধা জানাতেই হয়।

মুম্বাইয়ের সুরকাররা পশ্চিমা আর উর্দু গানের সুর নকল করলেও বাংলা গানের সুর নকল করেছেন অল্প। যারা কাজটা করেছেন তারা ছিলেন মূলত বাঙ্গালী বা বাংলার সাথে সম্পর্কিত। আর বেশীরভাগ ক্ষেত্রেই সুরকে ইম্প্রোভাইজ করেছেন তাদের মতো করে। আজকের বিষয়ভিত্তিক গানের আয়োজনে থাকছে নকল সুরের গানের সংকলন। গান নির্বাচনের ক্ষেত্রে মূলত খেয়াল রাখা হয়েছে যে গান দুই ভাষাতেই জনপ্রিয়তা অর্জন করেছে।

♪ আছেন আমার মোক্তার - সৈয়দ আব্দুল হাদী (আসল) ♫ দিল হ্যায় দিওয়ানা মেরা - অনুরাধা পাড়োয়াল ও অভিজিৎ (নকল) ♪ আমায় ভাসাইলি রে - আব্বাসউদ্দিন (আসল) ♫ চাহে আন্ধি আয়ে রে - আলমগীর (নকল) ♪ আল্লাহ মেঘ দে - ফেরদৌসী রহমান (আসল) ♫ আল্লাহ মেঘ দে - এস ডি বর্মণ (নকল) ♪ এখনতো সময় ভালোবাসার - রুনা লায়লা ও আগুন (নকল) ♫ গজব কা হ্যায় দিন - অলকা ইয়াগনিক ও উদিত নারায়ণ (আসল) ♪ ওগো তুমি যে আমার - ফেরদৌস ওয়াহিদ (নকল) ♫ জানে তু - কিশোর কুমার (আসল) ♪ চুপি চুপি বলো কেউ - রুনা লায়লা ও খুরশীদ আলম (নকল) ♫ ধীরে ধীরে বল কই - লতা মঙ্গেশকার ও মুকেশ (আসল) ♪ তোমাকে ভেবে লেখা - শান্ত (আসল) ♫ তেরে বিন - রাজা হাসান ও সুমেধা (নকল) ♪ তোর উঁচা শান রে মাওলা - রুনা লায়লা (নকল) ♫ তেরি উঁচি শান রে মাওলা - আদনান সামী (আসল) ♪ নিশিথে যাইও ফুল বনে - সাবিনা ইয়াসমীন (আসল) ♫ ধীরে সে যানা - কিশোর কুমার (নকল) ♪ পথহারা পাখী - ফেরদৌস আরা (আসল) ♫ হ্যায় ইয়ে আলম তুঝে - ফেরদৌসী রহমান (নকল) ♪ ফিরিয়ে দাও - মাইলস (আসল) ♫ জানা তেরে পেয়ার - আমীর জামাল (নকল) ♪ বন্ধু তিন দিন তোর - সাবিনা ইয়াসমীন (আসল) ♫ যাহা চার ইয়ার - কিশোর কুমার ও অমিতাভ বচ্চন (নকল) ♪ মাঝি রে - ফাতেমা-তুঝ-জোহরা (নকল) ♫ পিয়া রে - নুসরাত ফতেহ আলী খান (আসল) ♪ যদি বউ সাজো গো - রুনা লায়লা ও খুরশীদ আলম (নকল) ♫ ক্যায়া খুব লাগতি হো - কাঞ্চন ও মুকেশ (আসল) ♪ যে জন প্রেমের ভাব জানে না - ফেরদৌসী রহমান (আসল) ♫ পেয়ার বিনা চেন - এস জানকী ও বাপ্পী লাহিড়ী (নকল)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।