২০০৪ সালের এই দিনে দেশের বিভিন্ন স্থানে বোমা হামলা এবং নির্যাতন-নিপীড়নের প্রতিবাদে বঙ্গবন্ধু এভিনিউতে বাংলাদেশ আওয়ামী লীগ আয়োজিত মিছিলপূর্ব সন্ত্রাস-বিরোধী শান্তি সমাবেশে বিএনপি-জামাত জোট সরকারের প্রত্যক্ষ মদদে পরিকল্পিতভাবে মানবতার শত্রু সন্ত্রাসী ঘাতকচক্র আওয়ামী লীগ সভাপতি ও বঙ্গবন্ধু-কন্যা শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে গ্রেনেড হামলা এবং গুলিবর্ষণ করে। গণতন্ত্রের মানস কন্যা দেশরত্ন শেখ হাসিনা এই নৃশংস বর্বরোচিত হামলায় পরম করুণাময় আল্লাহতায়ালার রহমতে প্রাণে বেঁচে গেলেও এই নিষ্ঠুর আক্রমণে শহীদ হন আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক নারী নেত্রী আইভী রহমানসহ ২৪ জন নেতা-কর্মী। আহত হন অগণিত আওয়ামী লীগ নেতা-কর্মী-সমর্থক ও সাধারণ মানুষ। এমন নির্লজ্জ্ব পাশবিকতা মানব সভ্যতার ইতিহাসে নজিরবিহীন। মানবতার শত্রু বিএনপি-জামাত জোট সরকার এই নৃশংস হত্যাকাণ্ডের বিরুদ্ধে কোনো আইনানুগ কার্যকর ব্যবস্থা গ্রহণ করেনি।
প্রকৃত খুনি ও অপরাধীদের আড়াল করার হীন উদ্দেশ্যে জজ মিয়া নামক এক অপ্রকৃতিস' ব্যক্তিকে গ্রেফতার করে এবং তদন-কে ভিন্নখাতে প্রবাহিত করার অপপ্রয়াস চালায়। এই ন্যক্কারজনক কর্মকাণ্ডে তদানীন-ন সরকারি মদদপুষ্ট সন্ত্রাসী জঙ্গিগোষ্ঠী ছাড়াও বিএনপি-জামাত জোট সরকারের শীর্ষস্থানীয় নেতা-কর্মীরাও প্রত্যক্ষভাবে জড়িত ছিল। তাই সুষ্ঠু তদন- সাপেক্ষে ২১ আগস্ট গ্রেনেড হামলার সত্য উদ্ঘাটন করে প্রকৃত অপরাধী এবং হুকুমের আসামিদের যথোপযুক্ত দৃষ্টান-মূলক শাসি- প্রদান করা আজ সময়ের দাবিতে পরিণত হয়েছে।
২১ আগস্ট গ্রেনেড হামলায় শহীদ স্মরণ দিবস উপলক্ষে কর্মসূচি
২১ আগস্ট ২০১০ শনিবার
*
সকাল ১১-৩০টায় : ২৩ বঙ্গবন্ধু এভিনিউস্থ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ২১ আগস্টে শহীদদের স্মরণে নির্মিত অস্থায়ী বেদীতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করবেন আওয়ামী লীগ সভাপতি ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এমপি।
* বিকাল ৫-২২ মিনিট : বঙ্গবন্ধু এভিনিউস' কেন্দ্রীয় কার্যালয়ের অস্থায়ী শহীদ বেদীর সামনে দাঁড়িয়ে ২ মিনিট নীরবতা পালন।
একই সময়ে দেশব্যাপী দলের সকল কার্যালয়ে সমবেত হয়ে ২ মিনিট নীরবতা পালন।
২২ আগস্ট ২০১০ রবিবার
বিকাল ৩টায় -
আলোচনা সভা। স্থান : বঙ্গবন্ধু আন-র্জাতিক মিলনায়তন কেন্দ্র।
প্রধান অতিথি - বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এমপি।
সভাপতিত্ব করবেন - বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপি।
আলোচনায় অংশ নেবেন - জাতীয় নেতৃবৃন্দ ও বরেণ্য বুদ্ধিজীবীবৃন্দ।
উল্লেখ্য কেন্দ্রীয় আওয়ামী লীগ কর্তৃক গৃহীত এই সকল কর্মসূচি অনুরূপভাবে দেশব্যাপী আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনসমূহ পালন করবে।
সৈয়দ আশরাফুল ইসলাম এমপির আহ্বান
বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম এমপি আগামী ২১ আগস্ট গ্রেনেড হামলা দিবস যথাযোগ্য মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে দেশবাসীকে সাথে নিয়ে পালন করার জন্য বাংলাদেশ আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের সকল স-রের নেতা-কর্মী, সমর্থক, শুভানুধ্যায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন।
একইসাথে বাংলাদেশ আওয়ামী লীগের সকল জেলা, মহানগর, উপজেলা, পৌর, ইউনিয়ন, ওয়ার্ডসহ সমস- শাখার নেতৃবৃন্দকে কেন্দ্রীয় কর্মসূচির সাথে সামঞ্জস্যপূর্ণ কর্মসূচি গ্রহণ করে দিবসটি স্মরণ এবং ২২ আগস্ট ঢাকায় বঙ্গবন্ধু আন-র্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত আলোচনা সভায় আমন্ত্রিত সকলকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিনীত অনুরোধ জ্ঞাপন করেছেন।
Click This Link
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।