আমাদের কথা খুঁজে নিন

   

মহাজাগতিক

একটি বিস্ময়াকুল বিন্দু ... ... নিজের অস্তিত্বের রেখার উপর পরিভ্রমণ করছি মাত্র।

বিষয়টা কি সত্যি? এই আগস্ট এর শেষ নাগাদ রাতের আকাশে যা ঘটতে যাচ্ছে তা নাকি গত পাঁচ হাজার বছরে, মতান্তরে ষাট হাজার বছরে ঘটেনি। ২৭ আগস্ট রাতের বেলা আকাশে চাঁদের সাথে সমান আকার নিয়ে মঙ্গলকেও নাকি দেখা যাবে। মানে এক আকাশে দুইটা চাঁদ। পৃথিবী থেকে মঙ্গল এর দূরত্ব কমে দাঁড়াবে মাত্র ৩,৪৬,৪৯,৫৮৯ মাইলএ। আর এই নিকটবর্তী অবস্থানের পেছনে নাকি বৃহস্পতির একটা টান রয়েছে। আগস্টএর শুরুর দিকে মঙ্গল পুব আকাশে উঠবে রাত দশটার দিকে আর রাত তিনটার দিকে অস্ত যাবে। আস্তে আস্তে সময়টা এগিয়ে আসবে। আগস্ট এর শেষদিকে সন্ধ্যে হওয়ার সাথে সাথে ... ... ki jalaton, bangla chole giye english eshe gelo dekhchhi; thik kora jachchhe na ... ... ja hok bishoyta niye je ja janen doya kore janaben

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।