আমি যদি রাজা হতাম
মর্ত্যে বসেই স্বর্গে যেতাম,
হুলুস্থুলু বাঁধিয়ে দিতাম
হরিণবেড়ের মত।
খাবার খেতাম হাতির সমান,
খেতাম গোলা, ধনুক তামান,
পেট পুরে সব লোহার কামান,
হজমিগুলি যত।
রাজ্যজয়ের নাই হলো সখ,
সীমান্তে মোর হাজারটে যখ,
থাকতো মোর ঐ স্বর্ণের তখ’,
তাজ ঐ মাথার ‘পরে।
উজির-নাজির-মন্ত্রীরে দিয়ে
নিতুম সকল কাজ করিয়ে,
দিতুম মন্দ সব সরিয়ে
শান্তিতে দেশ ভরে।
খেতাম শুধু আইসক্রীম আর
চুরি করা সে তেঁতুল-আচার,
ঠোঙ্গার মুড়ি, কেকগুলো আর
মিষ্টি লজেন্সগুলো।
আইন-কানুন পালটে দিয়ে
করব আমি একশ বিয়ে,
কিচিরমিচির সংসার নিয়ে
কানে দিতেম তুলো।
রাজা হতে মন শুধু চায়;
কিন্তু সেদিন নেই যে আজ, হায়।
পড়ার চাপে ডিম ভেবে তাই
সিদ্ধ করি ঘড়ি।
একটি বারে আমায় স্ম’রো,
একটি দিনের রাজা করো,
ভিখেরি বেশটা একবার প’রো,
তোমার পায়ে পড়ি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।