আমাদের কথা খুঁজে নিন

   

৫৬ জামাত-শিবির নেতা-কর্মীর ইরানী ভিসা আবেদন বাতিল

অ আ ক খ

দৈনিক নয়াদিগন্ত ২৯ জুলাই, ২০১০ নিজস্ব প্রতিবেদক। । খুন, ধর্ষন, লুটপাট, চাঁদাবাজি আর কর ফাঁকির অভিযোগে ব্যাপক ধরপাকরের হাত থেকে বাচাঁর জন্য জমায়ত ইসলাম, বাংলাদেশ এবং এর অঙ্গ সংগঠন ইসলামী ছাত্র শিবির (ইসলামি ছাত্র সংঘের) ৫৬ জন টপ লেভেলের নেতা কর্মী দেশ থেকে পালানোর জন্য গত জুন মাসে ইরানী দুতাবাসে ভিসার জন্য আবেদন করেন। ইরানী দুতাবাস থেকে বাং;লাদেশ পররাস্ট্র মন্ত্রনালয়ে এই ৫৬ জনের ভিসার বিষয়ে অনপত্তি পত্রের জন্য যোগাযোগ করা হলেও পাওয়া যায় নি। উপুরন্ত স্বরাস্ট্র মন্ত্রানলয় থেকে এদের বিভিন্ন অপকর্মের ৩৮০ পৃষ্ঠার এক প্রতিবেদন দাখিল করা হয় ইরানী দুতাবাসে।

দুতাবাসের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন যে, এই জাতীয় চোর-বাটপার ইরানে গিয়েও যে একই ধরণের অপরাধ করবে না তরা কোন গ্যারান্টি নেই, আর বাংলাদেশের বর্তমান সরকারের সাথে ইরানের খুবই ভাল বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিদ্যমান। কিছু চোর-বাটপারের জন্য এই সম্পর্ক খারাপ করতে ইরান সরকার রাজী নয়। সবথেকে বড় কথা ইরান সরকার জামাতের মানবতাবিরোধী অপরাধের সাথে সংশ্লিষ্টতার বিষয়েও এখন অবগত, এবং তারাও এর বিচার চান। এই বিষয়ে জামাত-শিবিরের নেতা-কর্মীদের সাথে যোগাযোগ করে জানা যায় যে, তারা খুবই হতাশ। কারণ তারা ধারণা করেছিল আর কেউ না হোক ইরান তাদেরকে ভিসা দিবে।

তারা আরও জানান সৌদি-আরব, বাহরাইনও তাদের ভিসা আবেদন নাকচ করে দিয়েছেন। তারা আপাতত ভারতের ভিসার জন্য চেষ্টা করবেন বলে জানিয়াছেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।