আমাদের কথা খুঁজে নিন

   

'ম্যাংগো-পিপল'দের দৃষ্টি আকর্ষণ করছি-----একটু সাবধান প্লিজ

শুভ্রতায় ভরে উঠুক চারিপাশ......

ঈদের ধুম-ধারাক্কা সামনে, এরই মধ্যে ২ টা ঘটনা ঘটল আমার পরিচিত ২ জনের....সবাইকে একটু সাবধান করে দেয়ার জন্যেই এই পোস্ট টা.... ২য় ঘটনা (নাকি দূর্ঘটনা??) সময়: সকাল ৯-১৫ মি। স্হান: মতিঝিল শাপলা চত্বর। কাজের ধরণ: পুরনো স্টাইলের ছিনতাই। বর্ননা: টুপি-পান্জাবি পরা ২ জন। একজনের ইচ্ছাকরে বারানো পায়ে টক্কর খেলো ভিকটিম।

অন্যজন সামনে এগিয়ে এসে বললো সরি বলতে। ততক্ষণে হাত চেপে হ্যান্ডশেক করে শক্ত করে ভিকটিমকে ধরে ফেললো। আরেক জন এসে হালকা করে পিস্তল বের করে দেখিয়ে দিল আর তারপর ঐ পুরনো ডায়ালগ: আমারে চিনস্, আমি অমুক ছোমেদ, মানি-ব্যাগ,মোবাইল বের কর, নাইলে.....ইত্যাদি ইত্যাদি..... ভিকটিম সবই বের করে দিল, ওরা টাকা আর মোবাইল রেখে মানিব্যাগ আর সিম দিয়ে ভাগল। ১ম ঘটনা (নাকি দূর্ঘটনা??) সময়: সন্ধ্যা ৮-০০ মি। ইফতরের পর।

স্হান: বাংলা মটর ক্রসিং। কাজের ধরণ: আপনারাই ঠিক করেন নিচের ঘটনা পরে। বর্ননা: ৫০+ বয়সের লোক, ক্রসিং-এ এসে দাঁড়াল অন্যএকজন লোকের অপেক্ষায়; তাদের আগে থেকে টাইমিং ফিক্স করা ছিল। ঐ লোক দাঁড়িয়ে ফোন বের করে অন্যজনকে ফোন দিল । তার পাশেই ছিল ৪-৫ টা ইয়ং পোলাপান; ওরাও ফোন দিচ্ছিল কোথায় যেন।

হঠাৎ করে ডিভি পুলিশের আগমন এবং কিছু বুঝে ওঠার আগেই সবাইকে ধরে গাড়িতে উঠিয়ে ফেলল। ঐ লোক একটু কাই-কুই করেছিল, কিন্তু কে শোনে কার কথা!! সবাইকে নিয়ে যাওয়া হল ডিবি পুলিশের মিন্টো রোডের হেড-অফিসে। নেয়ার সাথে সাথেই পোলাপানগুলোকে চোখ বেঁধে-দড়ি দিয়ে টানিয়ে মাইর, যাকে বলে 'পুলিশের মৃদু প্রহার'....যে না খেয়েছে সে নাকি কোনদিনও বুঝবে না !! যাই হোক, ঐ লোককে নিয়ে বসানো হল আর কিছুক্ষণ পর তার নাম-ঠিকানা-পরিচয় পাওয়ার যে লোকের সাথে দেখা করার কথা সেই লোককে আনিয়ে কর্নফার্ম করিয়ে-চা খাইয়ে ছেড়ে দেয়া হল। তাহলে আসল কাহিনীটা কি??? কাহিনী হল ঐ পোলাপানগুলা কাকে যেন জিম্মি করে ৫ লাখ টাকা মুক্তিপন নেয়ার জন্যে ঐখানে দাঁড়িয়ে ফোন দিচ্ছিল; ডিভি মনেহয় ইনফরমেশন টা জানত, তাই যারাই ঐখানে দাঁড়িয়ে ফোন করছিল তাদেরকেই....... ঈদের আগে আসলে ছিনতাই, পকেটমার ইত্যাদি বারবেই, আজকের পেপারেও দেখলাম একজন ছিনতাইকারী নিহত সাংসদের দেহরক্ষীর গুলিতে....এজন্যে ডিবি, র‌্যাব, পুলিশের তৎপরতাও বেরেছে.....কিন্তু আমরা সাধারণ 'ম্যাংগো-পিপল'রাই ভিকটিম, কাভি ইধার কা তো কাভি উধার কা..... যদিও ডিবির ভূমিকা ঠিকই আছে, রাস্তায় জনে জনে দেখে দেখে আর্জেন্ট সময়ে কিছুই করা সম্ভব না....এটাও সিওর যে ঐ লোক বয়স্ক দেখেই ওরকম ট্রিট পেয়েছে.....যদি কেউ ঐ পোলাপানের বয়সি হত !!!! .....তাহলে তো তাকেও 'মৃদু প্রহার'.....ওরে মারে.....স্রেফ খবর আছে...... পরিচয়পর্ব তো পরে!!!......আগে যা হজম করতো তা প্রত্যেক শীতে তাকে মনে করিয়ে দিত----মামাদের কাছে একবার গিয়েছিলাম.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।