ইংরেজিতে আমি বরাবরই কাঁচা. আবার আমাকে সংগীত প্রেমিও বলতে পারেন. ভালোবাসী গান শুনতে. তবে ইংরেজিতে কাঁচা হওয়ার দরুন গান শুনেই কথা বুঝিনা. তাই গানের ভাবটা ঐভাবে আসেনা.
তাই বহু খোজা খুজি করে একটা পথ বেড় করলাম. আপনাদের সাথে সেয়ার করলেম.
এজন্য যা করতে হবে.
বেশি কিছু করতে হবেনা. নিচের লিংকে গিয়ে ফাইলে ডাউনলোড করুন. জিপ অবস্হায় আছে আনজিপ করুন. এটা একটা পোর্টেবল ভার্সন তাই ইনস্টল করার ঝামেলা নাই. যে কোনো ড্রিভে রেখে দেন. ডিফল্ট হিসেবে চিনিয়ে দেন আপনার পিসিকে. নেটে কানেক্ট থাকলে এটা নিজেই নামিয়ে নিবে গানের লিরিক.
লিংক
অনেক সময় গানের নাম থাকে না কিম্বা শিল্পীর নাম থাকেনা ঐ সময় গুলোতে চাইলে মেনুয়ালি খুঁজে নিতে পারেন. তবে খুজতে আপনাকে কোনো কষ্ট করতে হবেনা খালি গানের নাম ও শিল্পীর নাম দিয়ে দেন নিজেই খুঁজে নিবে নেট ঘেটে.
সাধারনত lrc ফরমেটে নামবে ফাইল গুলো. অটো স্ক্রল হবে এবং যে লাইন গুলো বাজছে ঐ লাইন গুলো হাইলাইট হবে. যদি কোনো কারনে হাইলাইট করা অংশের সাথে গানের কথা না মিলে তবে তা ঠিক করে নেয়ার অপশন আছে.
এছাড়া কোনো ঝামেলা হলে আওয়াজ দিয়েন.
সোর্স:
সোর্স এর লিংক
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।