বানেসাঁস- এখনি সময় একটি বাংলাদেশী রেনেসাঁস বা পুনর্জাগরণ!
আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি গুছিয়ে না লিখতে পারার অক্ষমতার জন্য। এই অক্ষমতার জন্য নিজের লেখার চেয়ে আপনাদের লেখা পড়া হয় অনেক অনেক বেশি (পড়ার জন্য যেহেতু ব্লগে লগইন করার দরকার হয় না, তাই আপনারা অনেকেই তা টের পান না)।
যাহোক, বাংলাদেশী এভারেস্ট বিজয়ী মুসা ইব্রাহিম কে নিয়ে বাংলার ব্লগ সমাজ কে ব্যপক ব্যস্ত সময় কাটাতে লক্ষ্য করছি, যার ব্যতিক্রম আমিও নই! এই পর্যন্ত মুসা ইব্রাহিমের এভারেস্ট বিজয়ের পরের ঘটনা নিয়ে সম্মিলিত ভাবে যত সময় ব্যয় করা হয়েছে আমার ধারণা এতে হয়ত আরো কিছু বাংলাদেশী এভারেস্ট বিজয় করে ফেলতে পারতেন! আপনাদের পক্ষে বিপক্ষের যুক্তি পাল্টা যুক্তি পড়তে পড়তে আমার মনে একটি সরল প্রশ্ন দেখা দিয়েছে, আমাদের মন মানসিকতার নিশ্চয় বড় ধরনের কোনো পরিবর্তন এসেছে, অন্যথায় আমরা এখন কেন কোনো কিছুতে সহজেই বিশ্বাস আনতে পারি না? উত্তর খুজতে গিয়ে যা মনে হচ্ছে, প্রতিনিয়ত আমরা এমন ঘটনার সম্মুখীন হচ্ছি বা নিজেরা করছি যা অন্যের বিশ্বাস ভঙ্গ করে দিচ্ছে অন্য কথায় আমরা দিন কে দিন আমাদের সততা বিসর্জন দিয়ে চলছি। আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, এভাবে আর কতদিন? এই ব্লগের একজন ব্লগারের সততা নিয়ে একটি খুব হৃদয় গাথা লেখা পড়েছিলাম! জানিনা, আমরা কবে আবার একজন আরেকজন কে নির্দ্বিধায় বিশ্বাস করতে পারব?
রাষ্ট্রীয় ভাবে দিন কে দিন আমরা একটা অসত জাতি তে রূপান্তর হচ্ছি! সেদিন আর দুরে নেই, যেদিন আমাদের সবাই কে সব কিছুর প্রমান বগলদাবা করে ঘুরতে হবে!
পুনশ্চ : ব্যক্তিগত ভাবে মুসা ইব্রাহিম যে এভারেস্ট বিজয় করেছে তা বিশ্বাস করতে মন চাচ্ছে! আর কেন যেন মানুষকে বিশ্বাস করতে প্রবল ইচ্ছা করে!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।