বাংলা আমার জীবন বাংলা আমার মরণ
হে ঈমানদারগণ তোমরা বিপদোর সময় ধৈর্ষ এবং নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করিও। নামাজ আল্লাহ্ তায়ালার একটি অতি বড় নেয়ামত । যে কোন পেরেশানী বা বিপ-আপদের সময় নামাজে মনোনিবেশ করা আর্থ হইল আল্লহ্ রহমতের দিকে আকৃষ্ট হওয়া। আর আল্লাহ্ রহমত যখন কাহারও সঙ্গী হয় তখন তাহার কোন পেরেশানী থাকাতি পারে না। হযরত রাসূলুল্লাহ (সাঃ)যখন কোনও কঠিন বিষয়ের সম্মুখিন হইতেন তখন তিনি আকুল-ব্যাকুল হইয়া নমাজে মনোনিবেশ করিতেন।
-(আবু দাউদ)সাহাবায়ে কেরামদের জীবনেও হযরত নবী-করিম(সাঃ)-এর এই নীতি পুরাপুরিভাবে অনুসৃত হইয়াছে। রাসূলুল্লাহ্(সাঃ)-চাচাত ভাই হযরত ইব্নে আব্বাস (রাঃ)একবার সফরে ছিলেন,এমতাবস্থায় পথিমধ্যে তঁহার পুত্রের মৃত্য সংবাদ পোঁছিলে। তিনি তৎক্ষণাৎ উট হইতে নামিয়া প্রথমে দুই রাকায়াত নামাজ আদায় করিলেন। । তার পর পড়িলেন-ইন্নালিল্লাহ ওয়াইন্না ইলাইহা রজিউন,আর বলিলেন আপদ-বিপদ ও শোক-দুঃখের মুহূর্তে যাহা করিতে আল্লহ্ তায়ালা আদেশ দিয়াছেন আমি তহাই পালন করিলাম।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।