আমাদের কথা খুঁজে নিন

   

পাগল বিজ্ঞানী - ৩

আমি তোমাকেই বলে দেব, কি যে একা দীর্ঘ রাত আমি হেটে গেছি বিরান পথে! আমি তোমাকেই বলে দেব, সেই ভুলে ভরা গল্প; কড়া নেড়ে গেছি ভুল দরজায়!

+ “একটি কথা কিন্তু আমাকে ভাবিয়ে তুলছে। ” বিষন্ন কন্ঠে বলে প্রিন্স = “কী?” প্রশ্ন করে নিয়াজ। + “কেউ তো এক জন মিথ্যা বলছে। সেটা কে? ম্যাক ডোনাল্ডের ড্রাইভার শ্যারন না কি রক? = “ঠিক আর একটা কথা ভুলে গেলে চলবে না, সেদিন রাতে জ্যাক কাকে ফোন দিয়েছিল? তোর না এব্যাপারে খোজ নেবার কথা ছিল। কি অবস্থা?” + “নাম্বারটা ম্যাকের ড্রাইভার শ্যারনের, শ্যারন নিজেই স্বিক“ করেছে।

” = “কি বলছিস তুই!!! তোর মাথা টিক আছে?” + “আমি রেকডিং করে রেখেছি, দাড়া শুনাচ্ছি। ” পকেটের মিনি রেকডারটা থেকে ক্যাসেট বের করে বড় প্লেয়ারটাতে চালু করে দেয়। প্রশ্ন করছে প্রিন্স উত্তর দিচ্ছে ম্যাকের ড্রাইভার শ্যারন। + “আপনিইতো বিজ্ঞানী ম্যাক ডোনাল্ডের ড্রাইভার; তাই না?” # “হ্যাঁ। কিন্তু আপনি?” + “আমি ওয়াটসন; সাংবাদিক।

” মিথ্যে বলে প্রিন্স। # “অ. .. ...” শ্রারনের কন্ঠে হতাশা। + “আসলে আমি কিছু প্রশ্ন করতাম আপনাকে” # “জ্বি বলেন? + “আমি কিন্তু আপনার ছোট, তুমি করে বলবেন। ” ভাব জমাতে চাইছে # “ঠিক আছে বল। ” + “সেদিন রাতে কি হয়েছিল; একটু বলবেন কি?” # “সেদিন? এত পুরানো খবর! অন্যদের দেখে কভার করনা।

” + “আসলে আমরা নতুন পত্রিকা বের করেছি এবং আমার বস চান আমি নিজে ব্যাপারটা কভার করি তাই আরকিইবরক্ত করতে এসেছিলাম। প্লিজ. .. ...” # “ঠিক আছে, ঠিক আছে; কি জানতে চাও?” + “আপনাদের এক্সিডেন্ট টা কিভাবে হয়েছিল?” # “পেছন থেকে একটা নীল গাড়ি এসে ধাক্কা দিয়েছিল। ” + “আপনার কি মনে হয়নি ওরা এক্সিডেন্ট করার জন্য গাড়ি চালাচ্ছে?” # “আসলে গাড়িটা খুব দ্রুত এসেছিল, আমি সাইড দিই। এমন সময় পেছন থেকে আমাদের গাড়িকে আঘাত করে। কণ্ট্রোল করতে পারি নি ফলে গাড়িটা খাদে পড়ে যায়।

” + “কিন্তু আমি যতদুর জানি, গাড়ি খাদে পড়েছিল উল্টো হয়ে!” # “গাড়িটা খাদের কিনারে কিছুক্ষন হ্যাংগিং হয়ে ছিল, তারপর পড়ে যায়” কিছুক্ষন চুপ করে থেকে উত্তর করে শ্যারন। + “ঐ সময় ম্যাক কি গাড়িতে ছিলেন?” # “হ্যা। ” লগবুক থেকে প্রাপ্ত নাম্বার দিয়ে বলল, “ম্যাক এই নাম্বরে কল দিয়েছিল, বলতে পারেন এটা কার নাম্বার?” # “এটা আমার নাম্বার; কিন্তু তুমি এই নাম্বার পেলে কোথা থেকে। ” + “ম্যাকের লগবুক থেকে, ঐ দিন উনি কি বলেছিলেন?” # “লগ বুক! কিসের লগবুক?” হঠাৎ করে রেগে যায় শ্যারন + “আসলে. ... ....” # “আমি আর কোন কথা শুনতে চাই না। তুমি এখন আসতে পার, আমার খারাপ লাগছে।

” কিছুক্ষন নীরব ছেকে নিয়াজ বলল, “তুই বেশ কয়েক যায়গা নোটিশ করতে পারিস নি। তা কি তুই খেয়াল করেছিস। ” + “কোন যাইগা নোটিশ করি নি?” = “শ্যারন দুই বার দুই কথা বলেছে। তোকে বলেছে নীল গাড়ি, কিন্তু খবরে বলেছিল হলুদ টয়োটা। এটাই প্রমান করে তার গল্পটা বানানো।

আবার ফোনের কথায় রেগে গিয়েছিল শ্যারন, রাগারই কথা। কারণ নাম্বারটা তুই ম্যাকের লগ বুক থেকে পাসনি, পেয়েছিস জ্যাকের লগবুক থেকে; তুই নাম গুলিয়ে ফেলেছিলি। ” + “আরে তাইতো!!! তাহলেতো আমরা শ্যারনকে গ্রেফতার করতে পারি। ” = “অবস্যই, কুইক চল. .. ...” + ‍‍"পেট্রোল পুলিশকে ও ইনফর্ম করতে হবে . .. ..." পাগল বিজ্ঞানী-১ পাগল বিজ্ঞানী-২ পাগল বিজ্ঞানী-৪ পাগল বিজ্ঞানী-৫ পাগল বিজ্ঞানী-৬/শেষ

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.