আমাদের কথা খুঁজে নিন

   

হায় চট্টগ্রাম বন্দর !



তোমাকে নিয়ে কত নেতারাই ব্যবসা করে আঙ্গুল ফুলে কলাগাছ হয়েছে ও হচ্ছে। আর তা করতে গিয়ে কত অসাধু বণিকের অসৎ টাকা তোমার বুকের উপর লেনদেন হয়েছে এবং হচ্ছে, একমাত্র তুমিই তার সাক্ষী। তাতে রাষ্ট্রের কোথায় কতটুকু ক্ষতি হল, তা দিয়ে ঐ লম্পট নেতাদের কিচ্ছু আসে যায় না। তাদের পকেট ভারী হলেই হল। ঐ বদমাশ নেতারা তাদের এই পকেট-ভারী করা ব্যবসা নির্বিবাদে চালু রাখার জন্য কিছু কিছু শ্রমিকদেরকেও মাত্রাতিরিক্ত পারিশ্রমিক দিয়ে কিনে নেয় যাদের দিয়ে মাঝে মধ্যে তোমার কার্যক্রমকেও অচল করে দেওয়ার মারণখেলায় উন্মত্ত হয়ে উঠে ঐ জানোয়াররা।

রাজনৈতিক সরকারের হাতে তুমি পঙ্গুপ্রায়। মাঝে তত্ত্বাবধায়ক সরকার তোমার শুকিয়ে যাওয়া ধমনীতে নতুন করে রক্ত সঞ্চালন শুরু করেছিল। তা আবারো ব্যাহত করছে রাজনীতিক নামের দুর্বৃত্তরা। এরা দেশ ও জাতির কলঙ্ক। এই কলম্ককারীদেরকে সমূলে উচ্ছেদ করতে কবে যে আসবে মহাশক্তিধর, তারই প্রার্থনায় দেশবাসী অপেক্ষা করছে।

তবে আমার বিশ্বাস, এই অন্ধকারের যবনিকা ভেদ করে নতুন সূর্যের উদয় হবেই হবে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।