আমি স্বাধীন দেশের স্বাধীন নাগরিক। মনে হয় না এর থেকে বেশী কিছু চাওয়ার আছে।
আমি কিন্তু ইংলিশ টিভি সিরিয়ালের একজন হার্ডকোর। ভালো টিভি সিরিয়াল পেলে আমার আর মুভি-টুভি কিছুই লাগে না। শুধু আমি কেন ? এসব টিভি সিরিয়ালের আমার থেকেও আরো বেশী হার্ডকোর ফ্যান রয়েছে।
টিভি সিরিয়ালগুলোর এত জনপ্রিয় হবার কারণ জানতে চাইলে যে কোন একটি নিয়ে বসে পড়ুন। ২-৩টি পার্ট শেষ হলেই তা টের পেয়ে যাবেন। শেষ না হওয়ার আগে উঠতেই মন চাইবে না। তো আমি এখন আমার খুব খুব পছন্দের ৫টি টিভি সিরীয়াল সবার সাথে শেয়ার করলাম। দেখুন......খারাপ লাগবে না।
আপনাদের সন্ধানে ভালো কোনটা থাকলে অবশ্যই শেয়ার করবেন।
১. “ লস্ট "
টিভি ইতিহাসের সবচেয়ে জনপ্রিয় টিভি শো হিসেবে এটিকে সবাই একবাক্যেই মেনে নেয়। একটি প্ল্যান ক্র্যাশ করার পর এর বেঁচে যাওয়া যাত্রীরা একটি সূদুর নির্জন দ্বীপে আটকে পরে। যেখানে আর কেউ নেই। এরপর এসব মানুষদের প্রতিকূল পরিবেশে বেঁচে থাকার সংগ্রাম, একে ওপরের সাথে অন্তদন্দ্ব নিয়ে সিরিয়ালটির এগিয়ে যাওয়া।
এককথায় অসাধারণ। মনে আছে আমি ১৫দিনে এর সবগুলো পার্ট দেখে শেষ করেছিলাম।
২. “ ডেক্সটার ”
আরেকটি অসাধারণ সিরিয়াল। এর কাহিনী একজন সিরিয়াল কিলারকে নিয়ে.....যে আবার এফবিআই কর্মকর্তা। কিন্তু সে কোন সাধারণ মানুষকে খুন করে না।
কেবলমাত্র আইনের ফাঁক গলে বেঁচে ঘৃণ্যতম অপরাধীদেরকেই সে খুন করে। খুব ভাল একটি সিরিয়াল।
৩. “ সুপারন্যাচারাল ”
সিরিয়ালটির কাহিনী ২ভাইকে নিয়ে। যারা আমাদের চারপাশে সংঘটিত নানা রহস্যময় ঘটনার পিছনে ঘুরে বেড়ায় এবং তার সমাধান করার চেষ্টা করে। আপনাদের ভাল লাগবে আশা করি।
৪. “ প্রিসন ব্রেক ”
টানটান উত্তেজনায় ভরপুর একটি সিরিয়াল। নাম শুনেই বুঝতে প্রিসন অথবা কঠিন কোর কিছুর ব্রেক নিয়েই এর কাহিনী। এই সিরিয়ালটি আমি যখন দেখা শুরু করি তখন সব ভুলে গিয়ে একটানা দেখে আমি এর সবগুলো সিসন শেষ করেছিলাম। অসাধারণ এর উপর অসাধারণ।
৫. “ দ্যা কিং অফ কুইনস ”
এটি একটি কমেডি সিরিয়াল।
কেভিন জেমস অভিনীত এই সিরিয়ালটির সবগুলো পার্ট যে আমি কতবার দেখেছি তার কোন ইয়ত্তা নেই। একজন ডেলিভারী ম্যান, তার সুন্দরী বৌ, তার পাগলাটে কিছু বন্ধু এবং আরো বেশী পাটলাটে শ্বশুরকে নিয়ে এর কাহিনী। প্রচন্ড হাসির একটি সিরিয়াল। আমার খুব পছন্দের।
জানি আরো অনেক ভালো কিছু সিরিয়াল বাদ গেছে।
কিন্তু এখন ৫টি দিলাম। পরবর্তীতে আরো কয়েকটি দেবার চেষ্টা করবো।
ভালো থাকবেন। আপনার কোন মতামত থাকলে জানাবেন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।