আমাদের কথা খুঁজে নিন

   

কিশোর-কিশোরী

আবোল-তাবোল

বহুদিন পর- দেখা হোলো কিশোর-কিশোরীর। চোখে ভালোবাসা, মনে ইচ্ছা, ওষ্ঠে আকাঙ্খা; দুরু-দুরু বক্ষে গল্পের শুরু- জমানো কষ্ট, অব্যাক্ত ভালোবাসা, অপূর্ণ আশার সংলাপ বাঁধ ভাঙ্গা অভিমান। যতটুকু গল্পের ফুলঝুরি তার বেশি- নয়নে নয়ন, নিস্তব্ধ চেয়ে থাকা। এ যেন নতুন সৃস্ট ভাষা; শব্দ না করে বলতে শেখা ব্যাকরণ- ভালোবাসার ভাষা, আড়ালের ভাষা; যেন নতুন কোন কবিতার শুরু। ছন্দছারা, শব্দছারা সৃস্ট যৌথ মহাকাব্য; দুই মহাকবির অনন্য সৃস্টি- পাঠক নেই, সমালোচক নেই; স্রস্টাই যার পাঠক।

কোন একসময় ভেঙ্গে যায় নিরবতার কবিতা কবিতা হয়ে যায় অধরের ভালোবাসা- ওষ্ঠের অতৃপ্ত স্পর্শ। কেউ যেনে যাবে, কেউ দেখে নিবে; অতৃপ্ত থেকে যায় পরিপূর্ণতা। ভালোবাসা- লুকানো যায় না, থাকে না চাপা। ভালোবাসার জন্য ভালোবাসা- জীবনের জন্য ভালোবাসা; বেচে থাকার জন্য ভালোবাসা। তারপর- আরেক কবিতা; বিদায়ের গল্প।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.