আমাদেরএই মহামান্য রাজনীতিবিদ তার অসীম জ্ঞানের আলুকে মনে করেন শেখ মুজিবকে জাতির পিতা মানবে না জনগণ আজ । মঙ্গলবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির যৌথ সভা শেষে এক সংবাদ ব্রিফিংয়ে খোন্দকার দেলোয়ার এ কথা বলেন। গুপ্ত সাহেবের (রসময় গুপ্ত নয় সুরঞ্জিত সেন গুপ্ত ) কথার জবাবে তিনি এই বানী( বালু) বিতরন করেন । তিনি আর ও ফরমান সরকারের দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা আছে। এ কারণে সরকার চাইলে সংবিধানে পরিবর্তন আনতে পারে। তবে মনে রাখতে হবে, জনগণ এসব মেনে নেবে না।
ব্ঙ্গ বন্ধুর স্হান প্রতিটা বাঙ্গালী দেশপ্রেমিক জনগণ তার অন্তরে রেখেছেন। মানুষ জানে কার স্হান কোথায় । আমার একটাই কথা বাপ জান আগে মুখ সামলান তার আগে পাজামাটাও !!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।