চোখের আড়াল হলেই নাকি মনের আড়াল হয়
এই কথাটি সবার জন্য সম প্রযোজ্য নয়।
নতুন প্রবাদ বাক্যটা লিখেই ফেললাম। প্রবাদ বাক্য কি শুধু জ্ঞানী গুনী ভাইয়ারাই আর খনা আপুনিই লিখে গেছেন? নতুন করে কি কেউ তা আর লিখতে পারবেনা? কথাটা কেউ মানুক আর না মানুক আমি মানতে পারলাম না।
আমার রচিত নতুন প্রবাদ বাক্যটির মর্মার্থের প্রমান কালরাত হতেই পেয়েছি আমি। যাইহোক কবে কখন ঠিক কোন সময় হতে এই সামু ব্লগের সন্ধান পেয়েছিলাম আমি তা যদি কেউ জানতে চায় আমার কাছে আমি প্রতিটা প্রশ্নের ঠিক ঠিক জবাব দিয়ে দিতে পারবো।
কিন্তু সেসব আমি আর নতুন করে মনে করতে চাইনা। কিন্তু তারপর হতে কত কত সেকেন্ড, মিনিট, ঘন্টা, রাত্রী, দিন মাস বছর কাটিয়েছি এখানে তার হিসেব নিকেশ কে দেবে?
ব্লগিং হয়তোবা একটা নেশা। অথবা যাদের মধ্যে লেখালিখির অভ্যাস আছে তাদের কাছে এটা এক ধরনের ভালোবাসা। কিন্তু আমার কাছে খুব তাড়াতাড়ি এই ব্লগটা হয়ে উঠেছিলো আমার আর একটা পরিবার। এত ভালোবাসা ইহজীবনে পাওয়া হবেনা আমার সে আমি নিশ্চিৎ।
বার বার বলেছি আবারও বলছি এই ব্লগে পাওয়া আমার একটাও ভাইয়া আপুনিকে আমার এই চর্মচোখে দেখা হয়নি কিন্তু আমি তাদেরকে দেখেছি আমার হৃদয়ের চোখ দিয়ে। ভালোবেসেছি আমার পুরোটা বুক জুড়ে।
জানি এসব কথা অনেকের কাছেই ন্যাকামী মনে হবে। আমার ভাইয়া আপুনি ডাক ও যে অনেকের কাছে অসহ্য লাগে সেও জানি। তবু আমার তো ভালো লাগে।
নিজের ভালো লাগার উপরে আর কি কিছু থাকে? তাই আমি এখানে পাওয়া আমার ছোটবড় সব ভাইয়া আপুনিদেরকে এভাবেই ভাবতে চাই আর মনে মনে হলেও এভাবেই ডাকতে চাই যতদিন বেঁচে থাকি।
গতবছর এই দিনে সেই মধ্যরাত্রী হতেই মহা সমারোহে ঢাকঢোল সহযোগে ধুমধাম শুরু হয়েছিলো ।
আমার প্রিয় ভাইয়া মনজুরুল হকের সেই অবিস্মরণীয় পোস্ট যা আজও প্রায়ই আমার চোখ ভিজিয়ে দেয়।
Click This Link
আমাকে অবাক করে দিয়ে আমার দেখা এই ব্লগের সবচাইতে জ্ঞানীগুণী ভাইয়া ইমন জুবায়ের এই পোস্ট দিয়ে বসে।
Click This Link
আমার আরেকটা ভাইয়া নিল আকাশের দুঃখের এই পোস্ট দেখেও আমি অবাক হয়ে গিয়েছিলাম।
Click This Link
আমার একটা পিচ্চি পাগলাটে ভাইয়া ছিলো শফিক আসাদ । সে এত্ত সুন্দর একটা কার্ড বানিয়ে কবিতা লিখে উপ হার দিলো।
Click This Link
ফেরারী আপুর পোস্ট। ( তারকথা পরে লিখছি)
Click This Link
আমার প্রিয় কাগু ভাইয়াটার পোস্ট
Click This Link
এটা ছিলো যেনতেনো কারো কাছ থেকে নয় স্বয়ং রাজামশাই হতে পোস্ট(বাপরে!)
Click This Link
আমার অনেক অনেক প্রিয় একটা ভাইয়ার পোস্ট
Click This Link
আমার কলিজার টুকরা স্বপ্নজয় ভাইয়াটার পোস্ট। ভাইয়াটা আমাকে এমন একটা উপহার দিয়েছিলো যার তুলনা এই পৃথিবীর কোনোকিছুর বিনিময়েই হয়না।
( সে শুধু ভাইয়া জানে আর আমি জানি)
Click This Link
আমার আরেকটা প্রিয় ছড়াকার ভাইয়ার পোস্ট । যে কিনা ছড়ায় ছড়ায় পৃথিবীর সব উপ হার এনে দিতে চেয়েছিলো সেদিন আমাকে। যদিও তার এই ছড়াটিই ছিলো সবকিছুর চাইতে বেশী আমার কাছে।
Click This Link
অনেক অনেকবার আমি বলেছি স্বর্গরাজ্যে বাস ছিলো আমার। তাই তার কিছু দিন না, যাই যাই করে বেশ কিছুদিন পর স্বর্গরাজ্যে ফিরে যেতে হলো আমাকে।
ভাবলাম চিরাচরিত সেই নিয়মে চোখের আড়াল থেকেই মনের আড়াল হয়ে যাবো আমি। কিন্তু অবাক হলাম ! নিস্বার্থ ভালোবাসা কখনও মরেনা। আমার ভাইয়া আপুনিরা এখনও এক ফোঁটাও যে ভুলে যায়নি আমাকে তা প্রায়ই আমার ব্লগে এসে তাদের ঢু মারা দেখেই বুঝেছি। স্পেশালী একদিন ফারিহান ভাইয়ার একটা পোস্ট দেখে হতবাক! ভাইয়া এত ভালোবাসার মূল্য দেবার যোগ্যতা আমার নেই আসলেই। ভেবেছিলাম পরীরাই হিংসা দ্বেষ, বিদ্বেষ সবকিছুর উর্ধে।
আমার ভাবনা ভুল করে দিয়ে আজ বুঝেছি সবার উপরে মানুষ সত্য তার চাইতেও সত্য নিখাঁদ খাঁটি ভালোবাসা।
আজ একটা বছর পর , যখন আমার অস্তিত্ত বলতে গেলে এখানে বিলীয়মান। তখন অবাক হই, শ্রাবনসন্ধ্যা আপুনিমনি, ফয়সল ভাইয়াটার পোস্ট দেখে।
Click This Link
Click This Link
Click This Link
চোখ ভিজে ওঠে ফেরারীপাখী আপুনির কথা শুনে। আর আড়ালে লুকিয়ে থাকা হয়না আমার।
আবার ফিরে আসি।
আজ মন্জু ভাইয়া এই ব্লগে নেই। শামীম ভাইয়া, শফিক আসাদ ভাইয়া, কাগুভাইয়াও আগের মত আর আসেন কিনা জানিনা। আমার সেই পুরোনো পরিচিত পরিবারটার অনেকেই ব্যাস্ত হয়ে পড়েছেন অন্য কোনো জগত নিয়ে। তবুও জানি এ পরিবারটির কথা কেউ কখনও ভুলে যাবেনা।
ফেরারী পাখী আপুকে বলছি, তুমি আমাকে বার বার কাঁদাও। আজও কাঁদালে।
শ্রাবনসন্ধ্যা আপু যতই ভালোবাসা দাও তোমার পার্সিয়ালটি ভুলিনি কিন্তু। আমি তোমার এই ছোটবোনটা তোমার কাছে বড় নাকি .........?? মনে থাকবে মনে থাকবে। যাক তবুও আজকের দিনের ভালোবাসার জন্য তোমাকে একটা কেক পাঠিয়ে দিচ্ছি।
( তুমি খাবেনা, জাফনা খাবে শুধু। )
ফয়সলভাইয়া অকারণে রাগ করে থাকোনি দেখে অনেক ভালো লাগছে অনেকঅনেক ভালোবাসা তোমার জন্য।
এই ব্লগের আমার সব আপুনি আর ভাইয়াদেরকে জানাই ভালোবাসা আর কৃতজ্ঞতা( এখন আমি বানানটা পারি। কেমনে যে শিখলাম!)
কালপুরুষ ভাইয়া মনি,নির্ঝরিনীআপু, স হেলী মনি, সুরন্জনা আপু, রুপকথা ভাইয়া,এ.টি.এম.মোস্তফা কামাল ,আহমেদ রাকিব, তায়েফ আহমাদ ভাইয়া,অরুনাভভাইয়া, আইরিন আপু, সোহানা আপু, ফ্লাইং ভাইয়া, আরাফাত ভাইয়া, কৌশিক ভাইয়া, হিমালয়ভাইয়াটা, সায়েমমুন, ভাস্কর,মাছিমারা কেরানীভাইয়া, বাবুনিমনি, ঢেকী ভাইয়া,রোবোটভাইয়া, আ্যামাটর, ,হাসান মাহবুব, শিপনভাইয়া, রাতমজুর নানাভাই, অপটিমাস ভাইয়া, নুরনবীভাইয়া, আবু সালেহ, অনন্ত দিগন্ত, সাইফুর, বৃত্তবন্দী, সাদা কালো এবং ধূসর, নুশেরাআপু , সাগর ঢাকা পানকৌড়ি চিটি (হামিদা আখতার)আপুনি,মাতব্বর ,সাইফ ইমাম,ব্যতিক্রমী,শাওন৩৫০,জনৈক আরাফাত, অমিত০৯৭জেরীমনি,বরফ মাখা জল,মেঘদূত, সাইফ সেরিফ ভাইয়া, ঘাসফুল,বড়বিলাইআপুনি,নষ্টগিটার,সিউলরায়হান,কিংশুক০০৭,মুক্তবয়ান,পাখি,শ। মসীর ,অগ্নিগিরি,ইচ্হে , রশীদ ইউসুফী জইন জাবেদ ইয়াকুব সপ্নরাজ সুপার গ্লু অপরাজিতা ০০৭,নাজমুল আহমেদ ,মাহবুবুল আলম লীংকন ভাইয়া,অমাবশ্যার চাঁদ, নতুন রাজা পেন্সিল,আকাশ_পাগলা, শ।
মসীর মমমম১২ আপু, কিংশুক০০৭,অগ্নিগিরি,লীনা দিলরূবা, অদৃশ্য ,ইচ্হে, ত্রেয়া, ঘুমরাজ, মেহরাব শাহরিয়ার, অপরাজিতা ০০৭, টোনা,ভাঙ্গন যীশূ
সাজি আপু,রাজর্ষীভাইয়া, হিটার, ওমর আল জাহিদ, মনির হাসান,মাহমুদ ইসলাম, তানজীর, সৌম্য, রাতের বৃষ্টির শব্দ, মাহফুজ ইসলাম,আবদুল ওয়াহিদ, দীপান্বিতা, আমড়া কাঠের ঢেকি, ইষ্টিকুটুম, পল্লী বাউল, রাজন সান, আরিফ থেকে আনা, আবু সালেহ, অনন্ত দিগন্ত,নির্ভয় নির্ঝর, রোমাস, অরণ্যদেব, মেঘদূত বন্ধু, বাবুনিমনি, পল্লী বাউল , অদ্রোহ,আজনাবী ভাইয়া, জইন,নতুন রাজা, পাথুরে, কাব্য,অগ্নিগিরি, আকাশ পাগলা,আমি ও আমরা, ,গোয়েবলস, এন এইচ আর,জনারণ্যে নিসঙ্গ পথিক, হাসান মাহবুব,সবাক, বন্ধু বিবর্তনবাদী ও সাইলেন্সার ভাইয়া( তোমাকে খুঁজে পেয়ে খুব ভালো লেগেছে। )
সবাইকে জানাই ভালোবাসা আর সাথে সেদিনের পন্চতারকা উপাধিপ্রাপ্তের একজন আমার অতিপ্রিয় শামীমু(বিজনেস পার্টনার)আরেকজন নাফিস ইফতেখার ট্যালেন্ট পিচ্চি ভাইয়া, ব্যাকটেরিয়ামনি ও সাগর ঢাকালে জানাই জন্মদিনের প্রাণঢালা শুভেচ্ছা।
আর অবশ্য অবশ্য ফেরারী দুলাভাইয়ামনিকে জানাই জন্মদিনের শুভেচ্ছা ও একরাশ ফুলেল ভালোবাসা।
সবাই অনেক অনেক ভালো থেকো।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।