শুধুই দেখি...
চীনের প্রধানমন্ত্রী ১১ই সেপ্টেম্বরের এটাকের পর প্রেসিডেন্ট বুশকে ফোন করে পেন্টাগনের উপর হামলার সান্ত্বনা দিচ্ছেন:
" আমি এই কাপুরুষিত হামলার সংবাদ শুনে খুবই দুঃখিত হয়েছি, এইটা একটা বিরাট রকমের ট্রাজেডি। কিন্তূক বাই এনি চান্স, যদি আপনাদের কোনো গুরুত্বপূর্ণ ডকুমেন্টস খোয়া যায়, সে ক্ষেত্রে আমাদের অবশ্যই বলবেন; কারণ আমাদের সবকিছুরই একটা ব্যাকাপ কপি আছে।"
========= ========= =====
বুশকে ১১ই সেপ্টেম্বরে পারভেজ মুশাররফের ফোনকল
মুশাররফ: "মি প্রেসিডেন্ট, আমি গভীর সমবেদনা প্রকাশ করছি। এটা সত্যিকারের একটা ট্রাজেডি। এতো লোক হতাহত হলো, এতো চমৎকার বিশাল বিল্ডিংগুলো... আমি দ্ব্যর্থহীনভাবে বলতে চাই এর সাথে আমাদের ন্যুনতম সম্পর্ক নাই...
বুশ: " কিসের হতাহত, কিসের বিল্ডিং???..."
মুশাররফ: "ওহ! ইয়ে...মানে...আমেরিকায় এখন কয়টা বাজে?"
বুশ: "সকাল আটটা বাজে।"
মুশাররফ: "উপস...,আমি এক ঘন্টা পরে আপনাকে ফোন দিচ্ছি!"
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।