জানতে এবং জানাতে। । সবাই মিলে এক সাথে। ।
রোজাদার ভাই-বোনেরা, আমি ভুক্তভোগী হিসাবে আপনাদেরকে একটা তথ্য জানাতে চাই।
ইফতারিতে বেশী তরল/পানীয় গ্রহন করা ভাল তাই গতকাল ইফতারির আগে SIP ম্যাংগ জুস কিনেছিলাম (১+১=২ লিটার)। অতি জঘন্য স্বাদ, না টক, না ঝাল, না মিষ্টি বাসার সবাই দুর্ভাগ্যজনক ভাবে এই জুস দিয়ে ইফতার শুরু করেছিল। যাই হোক কেউই এক-দুই চুমুকের বেশি খায়নি শুধু বাসার কাজে সাহায্য করার জন্য একজন মহিলা আছেন উনি পুরোটা খেয়ে ফেলে ছেন। মাঝ রাত থেকে ওই মহিলা অসুস্থ (পেটে ব্যাথা এবং পাতলা পায়খানা)। দোকানদারকে কিছু বলতে পারিনি, mfg, exp date সব ঠিক আছে, সে জানালো আরও কয়েকজন একই অভিযোগ করেছে।
আমার জিগ্যাসা, এই পন্যের ব্যাপারে কি করতে পারি? ক্যাব নামে একটা সংস্থা আছে তাদের খুজে পাবার কোন উপায় আমার জানা নেই। আসুন সবাই অন্তত এই জুস পান করা থেকে বিরত থাকি। সংযমের মাসে বাংলাদেশের ব্যাবসায়ীরা কেন যে সংযমী হয় না!! আল্লাহ এর বিচার করুন ........
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।