আমাদের কথা খুঁজে নিন

   

হায় হায় এটা কোন জামানা চইলা আসলো। নিজের শেষ কৃত্য নিজেরেই করতে হয়। ধিক্কার এই সভ্যতাকে।

সকল প্রসংশা আল্লাহর জন্য।আমার চলমান মেইল এড্রেস ঃ shimantodhk2010@gmail.com ,

নিজের কবরের যায়গা কিনার জন্য তিন দিন রাইত তাবু খাটাইয়া সিরিয়ালে থেকে কিনার জন্য হুমরি খেয়ে পরেছে এই সকল পাবলিক। অস্ট্রেলিয়াতে মেলবোর্ন সিমেট্রিতে এর এক একটি কবরের দাম উঠেছে ১কোটি ২০ লাখ ডলার। মাত্র ৩৪ টি প্লট নিলামে তোলা হয়।উল্লেখ্য ওই দেশে অন্ত্যেস্টি ক্রিয়ার জন্য সকল বন্দোবস্ত নিজেকেই মৃত্যুর পুর্বেই করে যেতে হয়। তারই অংশ হিসেবে কবরের প্লট কিনা থেকে, যারা কবরে এসে কান্না কাটি করবে আগে থেকে লোক ঠিক করে রাখার জন্য টাকা পয়সা দিয়ে রাখতে হয় ফিউনারেল কম্পানি কে। ধিক্কার এই সভ্যতাকে। মুল খবরের লিঙ্ক ঃ নিচে Click This Link

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।