আমাদের কথা খুঁজে নিন

   

শরৎ ছায়ায় ভিজি একা

Khan IT Source

জোৎস্না দেখবো বলে, দেখা হচ্ছে না শরতের উষ্ণ-রাত চাদরে গা ঢেকেছি একলা, সেই কখন থেকে ঘুম ভুলে আছি চূরুটের শেষ আলো'টা একটুপর নিভে যাবে পোড়া আলোগুলি শুকে শুকে, বুকে রেখেছি নেশাতুর আমি, একা একা ভিজি, হেঁটে হেঁটে ভিজি চুপচাপ মৃদু ভেজা শহুরে আলোর পথে-- আকাশ'টা সেই কখন থেকে ঘুমে ঢুলু ঢুলু করছে না-জানি মেঘেরা চাঁদ খুঁজে পায়নি নিরুদ্দেশে, নেশাতুর আমি, চুপচাপ ভিজি, হেঁটে হেঁটে ভিজে- যাই, মনের গহীন ছেড়ে যাই ভুলে যাই পথের বাঁক, সারাদিন শরতের নীলে পা মেলে কাটলো অবসর দিগন্তের ভাঁজে ভাঁজে পাখিদের ডানা মেলা ঝাঁক- এখন আঁধার এখন কাশবনে শুধুই ঝিঁ-ঝিঁ'র ডাক শিউলি তলায় জোনাকেরা জমাট বেঁধেছে--- জোৎস্না দেখবো বলে, দেখা হলোই না আর নাম না জানা ঠিকানার কাছে স্বপ্ন দেখা ক্লান্ত চোখে আমি নেশাতুর আমি, একা একা ভিজি, হেঁটে হেঁটে ভিজে যাই, মাটির রন্ধ্রে, দীঘির জলের গন্ধে শরত কাঁপা অন্ধকারে -বড়ই একলা আমি; কেউ এসো সূর্যদয়ে জাগি কেউ এসো হাতে নিয়ে শরতের ঘুম সাদা মেঘ কেউ এসো, একলা শরীর'টা এখন বড়ই নড়বড়ে--

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।