আমাদের কথা খুঁজে নিন

   

"আর তাদের মধ্যে কেউ কেউ বলে হে পরওয়ারদেগার! আমাদেরকে দুনিয়াতেও কল্যান দান কর এবং আখেরাতেও কল্যান দান কর এবং আমাদেরকে দোযোখের আযাব থেকে রক্ষা কর।" - আল কুরআন (বাক্বারা - ২: ২০১)

আমার সময়ের চাকা বন্ধ হইবে যেইদিন...

"আর আমর বান্দারা যখন তোমার কাছে জিজ্ঞেস করে আমার ব্যাপারে, বস্তুত আমি রয়েছি সন্নিকটে। যারা প্রার্থনা করে তাদের প্রার্থনা কবুল করে নেই, যখন আমার কাছে প্রার্থনা করে। কাজেই আমার হুকুম মান্য করা এবং আমার প্রতি নি:সংশয়ে বিশ্বাস করা তাদের একান্ত কর্তব্য। যাতে তারা সৎ পথে আসতে পারে" - আল কুরআন (বাক্বারা- ২ : ১৮৬) "আর তাদের মধ্যে কেউ কেউ বলে হে পরওয়ারদেগার! আমাদেরকে দুনিয়াতেও কল্যান দান কর এবং আখেরাতেও কল্যান দান কর এবং আমাদেরকে দোযোখের আযাব থেকে রক্ষা কর। " - আল কুরআন (বাক্বারা - ২: ২০১) "হে আমাদের পালনকর্তা, আমাদের মনে ধৈর্য্য সৃষ্টি করে দাও এবং আমাদেরকে দৃঢ়পদ রাখ, আর আমাদের সাহায্য কর সে কাফের জাতির বিরুদ্ধে।

" - আল কুরআন (বাক্বারা - ২: ২৫০) ""হে আমাদের পালনকর্তা, যদি আমরা ভুলে যাই কিংবা ভুল করি, তবে আমাদেরকে অপরাধী করোনা। হে আমাদের পালনকর্তা । এবং আমাদের উপর এমন দায়িত্ব অর্পণ করোনা, যেমন আমাদের পুর্ববর্তীদের উপর অর্পণ করেছো, হে আমাদের প্রভূ! এবং আমাদের দ্বারা ঐ বোঝা বহন করিওনা যা বহন করার শক্তি আমাদের নাই। আমাদের পাপ মোচন কর। আমাদের ক্ষমা কর এবং আমাদের প্রতি দয়া কর।

তুমিই আমাদের প্রভু, সুতরাং কাফের সম্প্রদায়ের বিরুদ্ধে আমাদেরকে সাহায্য কর। " - আল কুরআন (বাক্বারা - ২: ২৮৬)

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।