আমাদের কথা খুঁজে নিন

   

এতো ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় কেডা?

হাফ ইঞ্জিনিয়ার
নিত্যান্তই এক ফ্রেন্ডকে নাচাইবার উদ্দেশ্যে কিছুদিন আগে মেয়ের নামে ফেসবুকে একটা একাউন্ট খুলেছিলাম। তারে আর কিছু লুল ফ্রেন্ড্ররে ( যে গুলা মাইয়ার প্রোফাইল পিক দেখলেই রেকোয়েস্ট মারে) রিকোয়েস্ট পাঠাই্ছিলাম। এর কয়েকদিন পর একাউন্টটা খুলে দেখি ১০ টা ফ্রেন্ড রিকোয়েস্ট। আমি ভা্বলাম আসছে যখন একচেপ্ট কইরা দেই। কিন্তু এর পর থেইকা রিকয়েস্ট শুধু আস্তেই আছে।

আজকে অই একাউন্টটা খুলে দেখি ৪১১ টা ফ্রেন্ড রিকোয়েস্ট। কথা হইল এইগুলা পাঠায় কেডা? তারা কি মাইনসের ফ্রেন্ডলিস্ট গাইটা মাইয়া প্রোফাইল পিকের আইডি গুলাতে রিকোয়েস্ট পাঠায়। (অটঃ এই একাউন্টটা অফ করবার চাই। পারমান্নেন্টলি অফ করার কোনো উপায় আছে? এই রমজান মাসে কার ও লগে আর বিটলামি করে গুনাহগার হতে চাই না) একাউন্ট ডিএক্টিভেট করলে পুরাপুরি অফ হয় না। পুরাপুরি ডিলিট করার উপায় থাকলে জানিয়ে এই গুনাহগারকে সাহায্য করেন।

ইবুক দুনিয়া
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।