আমাদের কথা খুঁজে নিন

   

আজ ১৫'আগষ্ট !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

স্বপ্নবাজ,মন চায় লিখতে কিন্তু খাতা ভরে আগাছায়..........

আজ ১৫ আগষ্ট, বাঙালী জাতির পিতা''বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান''কে পরিবার সহ নির্মম ভাবে হত্যা করেছিল তার-ই কিছু বিপথগামি কু-সন্তান, ইংরেজ বা পাকিস্তান সরকার যে কাজ করবার সাহস পায়নি ! সেই দুঃসাহস হল তার-ই 'সন্তান' নামের হায়নাদে'র ! খুব জানতে ইচ্ছে করে ওদের বুক এতটুকু কাঁপেনি ?? ওদের বিবেক ১ বার ও কি জাগেনি ? জানতে ইচ্ছে করে আরো অনেক কিছু অছে অনেক প্রশ্ন কিন্তু কে জানাবে কার কাছে এর উত্তর পাবো আমরা? এটাই এখন আমাদের সবচেয়ে বরো প্রশ্ন !!!!!!!!!!!!!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।