আমাদের কথা খুঁজে নিন

   

ভাই গিরিশ চন্দ্র সেনঃ মৃত্যু শতবর্ষের শ্রদ্ধাঞ্জলি...

দুঃখিত,নীতিমালা ভঙ্গের কারনে প্রভাষক-এর কমেন্ট ব্যান করা হয়েছে; তবে তিনি "নিরাপদ" ব্লগার!!!

ভাই গিরিশ চন্দ্র সেনঃ মৃত্যু শতবর্ষের শ্রদ্ধাঞ্জলি... পরমেশ্বর ব্যতীত উপাস্য নাই, মোহাম্মদ তাঁহার প্রেরিত ও ভৃত! (গিরিশ চন্দ্র সেন অনুদীত কোরআন শরীফ) জন্মঃ ১৮৩৫ খ্রীঃ (মতান্ত্বরে ১৮৩৬ খ্রিঃ)-এ। পিতাঃ মাধব রাম সেন। মাতাঃ নাম জানা যায় নি। জন্ম স্থানঃ পাঁচদোনা, নরসিংদী। স্ত্রীঃ ব্রক্ষ্ণময়ী দেবী (১৮৫৬ খ্রীঃ-এ বিয়ে করেন)।

শিক্ষাঃ নবম শ্রেণী পর্যন্ত (হার্ডিঞ্জ বঙ্গ স্কুল-এ)। ভাষা জ্ঞানঃ বাংলা, উর্দু, আরবী, ফারসী ও সংস্কৃত। কর্মজীবনঃ নকল-নবিশ হিসেবে শুরু; তারপর কবিরাজি এবং স্কুল শিক্ষক (হার্ডিঞ্জ বঙ্গ স্কুল-এ)। এরপর পত্রিক সম্পাদনা এবং সবশেষে ব্রক্ষ্ম ধর্ম প্রচারক। পত্রিকা সম্পাদনাঃ ঢাকা প্রকাশ, বঙ্গবন্ধু এবং মহিলা।

রচিত গ্রন্থঃ বাংলায়~~~ হিতোপাখ্যান মালা (১৮৭১), ধর্ম বন্ধু (১৮৭৬), হাফেজ (১৮৭৭), দরবেশদিগের উক্তি (১৮৭৭), নীতিমালা (১৮৭৭), দরবেশের ক্রিয়া (১৮৭৮), দরবেশদিগের সাধন প্রণালী (১৮৭৮), প্রবচনাবলী (১৮৮০), তাপসমালা (১৮৮০), কোরআন শরীফ (১৮৮১), তত্ত্ব কুসুম (১৮৮২), তত্ত্ব রত্ন মালা (১৮৮২), মহাপুরুষ চরিত (১৮৮৩), মহাপুরুষ মুহম্মদের জীবনচরিত (১৮৮৬), মেসকাত মসাবিহ (হাদিস) (১৮৯২), ইমাম হসন ও হোসয়ন (১৯০১), দরবেশী (১৯০২), মহাপুরুষ মোহাম্মদ এবং তৎপ্রবর্তিত এছলাম ধর্ম (১৯০৬), ধর্ম বন্ধুর প্রতি কর্তব্য (১৯০৬), চারিজন ধর্ম নেতা (১৯০৬), ধর্ম সাধন নীতি (১৯০৬), মহালিপি (১৯০৯), চারিটি সাধ্ববী মোসলমান নারী (১৯০৮)। উর্দুতে~~ মজহবে হক্কানী (১৮৮৩), ইমান ক্যায়া চিজ হ্যায় (১৮৮৮), নয়ি শরিয়ত ক্যায়া হ্যায় (১৯০০), তালিমুল ইমান (১৯০৪), আস্রারে এবাদত (১৯০৫)। বিখ্যাত আত্মীয়রাঃ কৃষ্ণ গোবিন্দ গুপ্ত -পূর্ববঙ্গের প্রথম আই.সি.এস. (ভাগ্নে), প‌্যারী মোহন গুপ্ত -পূর্ববঙ্গের প্রথম বাঙালি সিভিল সার্জন (ভাগ্নে), অতুল প্রসাদ সেন -বাংলা গানের দিকপাল (ভাগ্নের ভাগ্নে), সত্যজিৎ রায় (ভাগ্নের ভাগ্নে)। শ্রেষ্ট কর্মঃ কোরআন-এর বঙ্গানুবাদ (১৮৮১-৮৬ খ্রী)। উইলঃ সমস্ত সম্পদের ৩/৪ ভাগ অসহায় নরীদের জন্য।

মৃত্যুঃ ১৫ আগস্ট ১৯১০। অসম্ভব মেধাবী এই জ্ঞান সাধক সম্বন্ধে মওলানা মোহাম্মদ আকরম খাঁন এর মন্তব্য, "ভাই গিরিশ চন্দ্র সেন যা করেছেন (১৮৭১ সালে আরবী শেখা শুরু করে মাত্র ৫ বছরের মধ্যে কোরআন-এর বিশুদ্ধ বঙ্গানুবাদ করা) তা পৃথিবীর অষ্টম আশ্চর্য বস্তু। " দুঃখজনক হলে-ও সত্যি আমাদের এই মুসলমানদের দেশে তাঁর কর্মের কোনো স্বীকৃতি নেই... এমন-কি তার বইগুলোর কোনো মুদ্রণ কপি পর্যন্ত পাওয়া যায় না... আমরা কত-ই না ধর্মপ্রাণ!!!... এমন কি উইকি পিডিয়ায় তাঁর সম্পর্কে যে ভুল তথ্য আছে তা-ও আমাদের চোখে পড়ে না!!!... ব্লগারদের জন্য লিংকটা দিলাম... দেখুন... Click This Link শতবর্ষে ভাই-কে আমার অন্তরের অন্তঃস্থল থেকে সালাম... আল্লাহ আপনার কর্মের প্রতিদান দেবেন... (যদি-ও আমি...)... ধন্যবাদ...

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।