আমাদের কথা খুঁজে নিন

   

২৭ ঘণ্টা পর লঞ্চ চলাচল শুরু

মহাসেন আঘাত হানার আগে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বুধবার দুপুর ২টায় উপকূলে লঞ্চ ও নৌচলাচল বন্ধ করে দেয়া হয়েছিলো।
ঘূর্ণিঝড়টি দুর্বল হয়ে উপকূল অতিক্রমের পর বৃহস্পতিবার বিকালে নৌচলাচল পুনরায় শুরু হয়েছে বলে অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডাব্লিওটিএ) জানিয়েছে।  
ঢাকার সদরঘাটে বিআইডাব্লিউটিএ’র ট্র্রাফিক ইন্সপেক্টর (টিআই) সৈয়দ মাহফুজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আবহাওয়া অফিসসহ ঘূর্ণিঝড় সংক্রান্ত সব কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের পর বিকালে পৌনে ৬টা থেকে সদরঘাট থেকে সব রুটে লঞ্চ চলাচলের ঘোষণা দেয়া হয়েছে।
ঘোষণার পরপরই দক্ষিণাঞ্চলগামী বেশ কয়েকটি লঞ্চ সদরঘাটে পন্টুনে ভিড়েছে, যাত্রীদেরও উঠতে দেখা যাচ্ছে।
বুধবার দুপুর ২টার পর সদরঘাট থেকে কোনো লঞ্চ না ছাড়লেও কয়েকটি লঞ্চ দক্ষিণাঞ্চল থেকে সদরঘাটে এসেছে বলে জানান মাহফুজুর রহমান।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।