আমাদের কথা খুঁজে নিন

   

হে ইলেকট্রিক পোল...! তুমি কার ??



আজকাল ঢাকার রাস্তার ইলেকট্রিক পোল গুলো কেও কি নোটিশ করেছেন? রাস্তায় বের হলেই দেখা যায় ইলেকট্রিক পোল গুলোকে ঘিরে আছে এক জটলা ইলেট্রিক তার, ডিসের তার, ইনটারনেটর কেবল্‌, জেনারেটর কেবল্‌, পিএবিক্স লাইন এমনই আরও অজস্র তারের কুণ্ডলী। শুধু তাই নয়, আপনার দৃষ্টি আকৃষ্ট করতে রয়েছে হাজারো কোচিং সেন্টারের অসংখ্য চটকদার ঝুলন্ত বিগ্ঞাপন! নিচের ছবিগুলো একটু দেখুন: দিনের পর দিন, এই পোল গুলোর বেহাল অবস্থা, দিনের পর দিন আমরা হেটে চলি এই ঝুকি মাথায় নিয়ে, সামান্য ঝরো হাওয়ায় ঘটে যেতে পারে যেকোনো অঘটন। কেউ কি নেই এর দ্বায়িতে ?? পরিশেষ এ আমার প্রশ্ন হচ্ছে, ঢাকা শহরের ইলেকট্রক পোলগুলোর মালিকানা কার? যদি ডেসা/ ডেসকো বা City Corporation এর রক্ষনাবেক্ষন এর দ্বায়িতে থাকে, তবে তাদের অনুমতি বা যোগসাজ ছাড়া এ কাজ কিভাবে করা সম্ভব??

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।