বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় চাঁদপুর থেকে ‘করবী’ নামের একটি ফেরিটি বেশকিছু ট্রাক ও বাস নিয়ে চাঁদপুরের হরিনা ফেরিঘাটের উদ্দেশ্যে রওয়ানা হয়।
চাঁদপুর হরিনা ফেরিঘাট ব্যবস্থাপক মো. ইমরান খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সন্ধ্যা সাড়ে ৭টায় ফেরি চালু হয়েছে। হরিনা ফেরিঘাটে ৫০টি ট্রাক, ৪টি বাসসহ বেশকিছু যানবাহন আটকা পড়েছে।
চাঁদপুর-শরীয়তপুর নৌপথে ‘কস্তুরী’, ‘করবী’ ও ‘কিশোরী’ নামের ৩টি ফেরি চলাচল করে।
ঘূর্ণিঝড় মহাসেন এর আশঙ্কায় বুধবার দুপুর ২টা থেকে এ নৌপথে ফেরি চলাচল বন্ধ করে দিয়েছিল
কর্তৃপক্ষ।
একই কারণে মাওয়া-কাওড়াকান্দি নৌপথে ফেরি বন্ধ করে দেয়ার ৯ ঘণ্টা পর বৃহস্পতিবার বিকাল ৩টায় পুনরায় এ পথে ফেরি চলাচল শুরু হয়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।