ভাবনারা মাথার ভিতর অবিরত তুলছে ঢেউ
বাংলাদেশের মোবাইল ফোন ব্যবহারকারীদের জন্য অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক এসএমএস চার্জ কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি। বিটিআরসির সিদ্ধান্ত অনুযায়ী রবিবার থেকে আন্তর্জাতিক এসএমএসের ক্ষেত্রে সর্বোচ্চ দুই টাকা ৫০ পয়সা এবং
অভ্যন্তরীণ এসএমএসের ক্ষেত্রে সর্বোচ্চ ৫০ পয়সায় এসএমএস করতে পারবেন মোবাইল ব্যবহারকারীরা। ভ্যালুঅ্যাডেড সার্ভিসের এসএমএসের ক্ষেত্রে সর্বোচ্চ দুই টাকা চার্জ নেওয়া যাবে। একই সঙ্গে মোবাইল ফোন অপারেটররা কোন ধরনের এসএমএসের ক্ষেত্রে কত টাকা চার্জ কাটবে সে সম্পর্কে বিস্তারিত তথ্য ব্যবহারকারীদের নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে। পত্রিকা এবং টেলিভিশনে এ ধরনের সেবার বিজ্ঞাপনে 'শর্ত প্রযোজ্য' ঘোষণা দিয়ে ব্যবহারকারীদের বিভ্রান্ত করা যাবে না বলে জানিয়েছে বিটিআরসি।
উল্লেখ বিটিআরসি ১অক্টোবর থেকে হেল্প লাইন চার্জমুক্ত করা নির্দেশ দিয়েছে।
সুত্রঃ কালের কন্ঠ
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।