আমাদের কথা খুঁজে নিন

   

‘মণি-মুক্তাই এখন বাড়ির শোভা’

‘ওরা ভালো আছে। একসঙ্গে দুজনের জ্বর বা শরীর খারাপ হয় না। ভাই বই পড়তে বসলে, ওরাও বই পড়তে বসে। ’ এ কথাগুলো মণি-মুক্তার মা কৃষ্ণা পালের।
চার বছর আগে আজকের এই দিনে (২০০৯ সালের ২২ আগস্ট) দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার শতগ্রাম ইউনিয়নের পালপাড়া গ্রামে জন্ম হয়েছিল মণি-মুক্তার।

তবে জোড়া শিশু হিসেবে জন্ম হওয়ায় কিছুটা চিন্তায় ছিলেন বাবা জয়প্রকাশ পাল ও মা কৃষ্ণা পাল।
জন্মের ছয় মাস বয়সে ২০১০ সালের ৮ ফেব্রুয়ারি ঢাকা শিশু হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে ওদের পৃথক করেন চিকিত্সকেরা। শিশু হাসপাতালের সার্জারি বিভাগের প্রধান এ আর খানের নেতৃত্বে একদল চিকিত্সক মণি-মুক্তাকে পৃথক করে। সেই থেকে দুই বোন বেশ ভালোই আছে। আর এই খুশিতে এবার তাদের জন্মদিনটাও বেশ ঘটা করে পালিত হচ্ছে।


গতকাল বুধবার বেলা ১১টার দিকে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার শতগ্রাম ইউনিয়নের পালপাড়া গ্রামে ওদের বাড়িতে কথা হলো মণি-মুক্তার বাবা জয়প্রকাশ পালের সঙ্গে। তিনি বলছিলেন, মণি-মুক্তার চতুর্থ জন্মদিন উপলক্ষে চার পাউন্ডের একটি কেকের অর্ডার দেওয়া হয়েছে। বিকেলে জন্মদিনের অনুষ্ঠান হবে। কেকের সঙ্গে লুচি, পায়েস, সবজি-তরকারি আর মিষ্টি থাকছে খাবারের তালিকায়। এই অনুষ্ঠানের জন্য শিশুদের মাসি এসেছেন কুড়িগ্রামের রাজারহাট উপজেলা থেকে।

পরিবারের সদস্য ছাড়াও প্রতিবেশীরাও থাকবেন অনুষ্ঠানে। ।

সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।