যেন এ এক পুরান খেলা । ধুলো ওড়ে, মাটির পথে।জেনো তুমি,আমি হাটি এই পথে
সরকার সারাদেশের ইস্কুল-কলেজ ছুটি ঘোষণা করেছেন!
কারণ- বিদ্যুত ঘাটতি কমানোর জন্যে।
ভালো সিদ্ধান্ত,ছেলেপেলের রোজা রেখে কষ্ট করে স্যারদের বেতের বাড়ি খেতে হবেনা,পাশাপাশি চাইনিজ চার্জার বাত্তি জ্বালাইয়াও রাতে পড়াশোনা করতে হবেনা।মাশা-আল্লাহ,খুব ভালো হইছে!!!
KAFCO আগামী একমাস কোন রকম উৎপাদনে যেতে পারছেনা,বিদ্যুৎ সরবরাহের অভাবে।খবরটা কি সুখকর ?বুঝতেছিনা।
তো আর কি কি করা যেতে পারে,এই সংযমের পাশে,এইটা মনে হয় আমাদের ভাবার আগেই হয়ে যাবে আরো অনেক আজগুবি সিদ্ধান্ত।
আসেন আমরা সংযম প্রদর্শন করি,শিক্ষার বারোটা বাজুক,শিল্প কারখানা বন্ধ হয়ে যাক,আমরা শুধু উপর ওয়ালার কাছে পানাহ চায়,এছাড়া আর কিছু করার আছে কি?
****ইতিমধ্যে ৭ জেলায় বিদ্যুতের দাবীতে পাবলিক রাস্তায় নেমেছে(খুব অন্যায় করেছে)
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।