আমাদের কথা খুঁজে নিন

   

পাক-ভারত-বাংলাদেশে নতুন সুপারবাগ: বিজ্ঞানীদের সতর্কবার্তা

জীবনের এত গভীরে প্রবেশ করে কি লাভ, জীবনটা হউক হুমায়ুন আহমেদের সাহিত্যের মত !

বিজ্ঞানীরা এক নতুন ধরনের সুপারবাগ (ব্যাক্টেরিয়া) সম্পর্কে বিশ্ববাসীকে সতর্ক করে দিয়েছেন। নতুন এ সুপারবাগের নাম দেয়া হয়েছে নিউ দিল্লি মেটালো-১। বিজ্ঞানীরা ব্রিটেনসহ ভারত, পাকিস্তান ও বাংলাদেশে এ ব্যাক্টেরিয়ার সন্ধান পেয়েছেন। সুপারবাগ হচ্ছে এমন এক ব্যাক্টেরিয়া যার বিরুদ্ধে কোনো এন্টিবায়োটিকই কাজ করে না। নতুন আবিষ্কৃত এই সুপারবাগ দ্রুত গতিতে সারা বিশ্বে ছড়িয়ে পড়ার আশংকা প্রকাশ করেছেন বিজ্ঞানীরা।

তাই সুপারবাগটির উপর সজাগ দৃষ্টি রাখার জন্য বিশ্ববাসীকে আহ্বান জানিয়েছেন তারা। ব্রিটেনের চিকিৎসা বিষয়ক ম্যাগাজিন লোসেটের সর্বশেষ সংখ্যায় বেশ কয়েকজন বিজ্ঞানী সুপারবাগ সম্পর্কে লিখেছেন। তারা উল্লেখ করেছেন, মারাত্মক এই সুপারবাগ ব্রিটেনেও ছড়িয়ে পড়েছে। সেখানে সুপারবাগ আক্রান্ত ৩৭ জন রোগী শনাক্ত করেছেন তারা। রোগীদের পরীক্ষা-নিরীক্ষা করে তারা বলেছেন, বিদেশে চিকিৎসা করেছেন কিংবা কোনো অপারেশন করিয়েছেন এমন রোগীর শরীরেই এ সুপারবাগ পাওয়া গেছে।

বিশেষজ্ঞ টিমের সদস্যরা ব্রিটেন ছাড়াও ভারত, পাকিস্তান ও বাংলাদেশে এ জীবাণুর (ব্যাক্টেরিয়া) সন্ধান পেয়েছেন। ই-কোলি ব্যাক্টেরিয়ার সাথে যুক্ত এই সুপারবাগ প্রাথমিক অবস্থায় প্রস্রাবের রাস্তা অথবা শ্বাসনালীতে ক্ষত সৃষ্টি করে। ডেইলি মেইলে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, বিজ্ঞানীরা আশংকা করছেন এই সুপারবাগ ক্রমান্বয়ে অন্যান্য গুরুতর ব্যাধির জীবাণুর সাথে যুক্ত হবে ফলে ওই রোগগুলোতেও কোনো এন্টিবায়োটিক কাজ করবে না। জানা গেছে, কার্বাপেনেম্‌স গ্রুপের এন্টিবায়োটিকও এই সুপারবাগের বিরুদ্ধে ব্যর্থ হয়েছে। প্রসঙ্গত, এ গ্রুপের এন্টিবায়োটিক তখনই ব্যবহার করা হয় যখন সাধারণ এন্টিবায়োটিকে কাজ হয় না।

বিজ্ঞানীরা জানিয়েছেন, এ পর্যন্ত দুই ধরনের এন্টিবায়োটিক এই সুপারবাগের বিরুদ্ধে কার্যক্ষম প্রমাণিত হয়েছে। তবে ধারণা করা হচ্ছে অল্প সময়ের মধ্যে এগুলোর কার্যক্ষমতা নষ্ট হয়ে যাবে। কার্ডিফ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক টিমোথি ব্লাশ বলেছেন, ভবিষ্যতে নতুন কোনো এন্টিবায়োটিক উদ্ভাবনের কোনো পরিকল্পনা নেই। আর নতুন এই সুপারবাগের বিরুদ্ধে কার্যক্ষম কোনো এন্টিবায়োটিক উদ্ভাবনের কাজ এখনই শুরু করা হলেও খুব শিগগিরই কোনো ফল পাওয়া যাবে না। অন্তত ১০ বছর পর আশাব্যঞ্জক কোনো কিছু পাওয়া গেলেও যেতে পারে।

তবে নতুন কোনো এন্টিবায়োটিক না পাওয়া পর্যন্ত বর্তমানের এন্টিবায়োটিকগুলোই সতর্কতার সাথে ব্যবহার করতে হবে বলে তিনি সাবধান করে দিয়েছেন। তিনি আরও বলেন, ব্যাক্টেরিয়া নিয়ে প্রথমবারের মতো এমন নাজুক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ঢাকা, ১২ আগস্ট (শীর্ষ নিউজ ডেস্ক)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।