আমাদের কথা খুঁজে নিন

   

আজ দুপুর থেকেই যেন শুরু হলো ১টি অঘোষিত বোনাস ঈদের ছুটি!!!



আজ দুপুর থেকেই যেন শুরু হলো ১টি অঘোষিত বোনাস ঈদের ছুটি!!! হ্যাঁ, এটির একটি বাস্তব চিত্র দেখা যায় মতিঝিল-দিলকুশা এলাকাতে। সাধারনত বৃহঃবার দেখা যায় আর এক নাগাদ ৩দিন হলে তো কথাই নেই!!! দেখা যায় কাজের মধ্যান্ন বিরতির আগেই বেশির ভাগ চাকুরীজীবীরা কাধেঁ (অফিসে আসার সময়েই প্রস্তুতি নিয়ে আসে) ব্যাগ নিয়ে ছুটে চলছে। এ যেন ঈদের আমেজ সবার মধ্যে। আজ আবার একই ঘটনা। তবে আজকের দিনে সবার মনেই জানান দিচ্ছে অগ্রীম ঈদের প্রস্তুতি। এই ছুটিতে একটি বড় ব্যাপার হলো যারা ফ্যামিলী নিয়ে ঢাকায় থাকেন না তারা রোজার পুরো একমাসের সওদা-পাতি করে বাড়িতে বাবা-মা, ভাই-বোন, স্ত্রী, ছেলে-মেয়ের জন্য সুন্দর ভাবে কেনা-কাটা করে আসতে পারবেন। সবার জন্য শুভকামনা থাকলো। সবাই যেন সুস্থ-ভালো মত যার যার গন্তব্যস্থলে গিয়ে আবার ঢাকার ফিরে আসতে পারেন, আসেন সবাই আমরা এই কামনা করি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।