আমাদের কথা খুঁজে নিন

   

এক আইটি প্রফেশনালের বিবাহের প্রপোজাল

শুধুই দেখি...

এক আইটি প্রফেশনালের বিবাহের প্রপোজাল জানু , গতকাল তোমাকে যখন দেখলাম সোহাগপুর রেলস্টেশনে সার্ফিং করতেছ, ঠিক তখনই আমি বুঝবার পারলাম তুমিই সেই সাইট যার জন্য আমি এতোদিন ধরিয়া ব্রাউজ করতেছি। আমি পাইলাম আমি ইহাকে পাইলাম। বাজিলো বুকের সুখের মতোন ব্যথা!! অনেকটা পথইতো একা হেটেছি, খুজেছি আঁতিপাতি করে ভুলটা কোথায়, বাগ(bug) টা কোথায়, এখন তুমি আমার জীবনে সত্যিকারের ডিবাগার হয়ে আসতে পারো। তুমি ছাড়া আমার লাইফটা একটা আনকম্পাইল্ড প্রোগ্রামের মতোন, নিস্ফল কিছু অচল এক্সিকিউটেবল কোড যা রানই করেনা, তাই ইউজলেস। তোমার মুখের সৌন্দর্য্যই শুধু তোমার আকর্ষণীতা তা না; তোমার অন্যান্য একটিভএক্স(ActiveX) কন্ট্রোলগুলোও আরো কমণীয় আরো বেশি এট্রাকটিভ।

তোমার হাসির এতোই মোহনীক্ষমতা যা আমাকে উৎসাহিত করে, জুগিয়ে তোলে হাজারটা মেইফ্রেমের প্রসেসিং পাওয়ারের সমান শক্তি। গতসন্ধায় তুমি যখন আমার দিকে একটু তাকালে, আই ফেল্ট লাইক, আমার প্রোগ্রামের স-ব সব মডিউলগুলা স্মুথলি চলতেছে, পারফেক্ট রেজাল্ট দিচ্ছে। //এর আগে কখনোই এমনটা হয় নাই, কসম// আমার এই চিঠির সাথে আমি দ্ব্যর্থহীন কন্ঠে বলতে চাই, যদি আমরা একত্রে লিংকড হই, আমি তোমারে যতো রকমের অবজেক্ট এন্ড লাইব্রেরি ফাংশন একটা মানুষের এরর ফ্রি লাইফ লীড করতে দরকার সব তোমার পায়ের নীচে বা হাতের মুঠোয় থাকপে! আমি তোমার আব্বু-আম্মুর ক্রিয়েট করা ফায়ারওয়ালের পরোয়া করিনা; কারণ আমার আছে স্ট্রং হ্যাকিং পাওয়ার যাহা দিয়া আমি তেনাদের সিকুরিটি পাসুয়ার্ড ভাংগিয়া ফেলাইবো। আমি আশা করি তোমার ডাটাবেইসে এখোনে কেউ লগড ইন অবস্থায় নাই; নাইলে কিন্তুক আমার কানেক্ট স্ক্রিপ্ট ফেইল করবে। এবং যদি আমি নিশ্চিত হই যে, আমার সাথে কেউ বিট্রে কইরা আমারে এবোর্ট করাইতে চাইতেছে, তাইলে আমি নিজেই আমার সিস্টেম এমনভাবে ক্র্যাশ করায়া দিমু যেইটাতে কুনো রিকভারিই আর কাজ করবো না।

তাই অনুগ্রহ করিয়া পত্রখানা সঠিকভাবে ইন্টারপ্রেট করিও এবং তোমার ইনবক্সে ফুল প্রিভিলেজ পারমিশন দিও। শুধু তুমারই, এসকিউএল মিয়া, সফটওয়ার প্রফেশনাল

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।