আমাদের কথা খুঁজে নিন

   

হে অচিন মেঘেরা...

আজো আমার বোধ হলো না। ভেতরে নীল ক্রোধ হলো না।পরান-গলা রোধ হলো না।

দীপ্ত রবির তপ্ত দাহনে ছায়া খোঁজে অবসন্ন শরীর, আকাশের কোন এক প্রান্তে কালমেঘ খোঁজে ক্লান্ত দুটি চো্‌খ, রোদেপোড়া মনে আজ শুধু অস্তিরতা। আজ বৃষ্টি নামুক অঝোর ধারায় ধুয়ে যাক সকল ক্লান্তি আর অবসন্নতা। মুছে যাক সকল গ্লানির স্মৃতি নির্ঘুম রাত্রি আর স্বপ্নহীনতা। কেটে যাক অনিশ্চয়তার রাত, পিছুডাকা অশুভ সুরের মাদকতা। মুছে যাক সব বেদনার রেখা আর নির্মম এই ভালবাসাহীনতা। আজ বৃষ্টি নামুক আকাশের বুকজুড়ে বৃষ্টি নামুক এই চেনা শহরে, ছুয়ে দিয়ে যাক স্বপ্ন গুলোকে ভেঙ্গে দিয়ে সকল নীরবতা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।