আমি পথ মঞ্জরী ফুটেছি আঁধার রাতে
ডাক্তার (আমি- তখন রিয়াদে চাকরী-রত) এবং রোগীর (রোগী সৌদি) সুপারমর্কেটে দেখাঃ-
রোগিঃ আপনার কথাই ভাবছিলাম।
ডাক্তারঃ এ তো আমার সৌভাগ্য। ভাগ্যিস একই সময় বাজারে এসেছিলাম।
রোগীঃ আপনাকে পেয়ে ভালই হল। বাসার সবাই ভাল তো?
ডাক্তারঃ আপনাদের দোয়ায় সবাই ভাল আছে।
ভাবী বাচচারা ভাল তো?
রোগীঃ আর বলবেন না ভাই, আজ বাচচা অসুস্থ তো কাল আপনার ভাবী। এদের নিয়ে বড় ঝামেলায় আছি।
ডাক্তারঃ বলেন কি?
রোগীঃ আমার কথাই ভাবেন! আজ ৩/৪ দিন পাইলসের যন্ত্রনায় অস্থির। আপনাকে পেয়ে ভালই হল। আপনাকে যখন পেলাম তখন এর একটা চিকিৎসা নিয়ে যাই।
ভাই একটু বলেন তো কি করতে পারি।
ডাক্তারঃ এটা কোন ব্যাপার হল? আপনি প্যান্ট টা একটু খুলেন তো, দেখি কি অবস্থায় আছে?
রোগীঃ এখানে বাজারে সবার সামনে প্যান্ট খুলব? আপনার কি মাথার ঠিক আছে?
ডাক্তারঃ আপনি যখন এখনি চিকিৎসা নেবেন প্যান্ট তো খুলতেই হবে। না দেখলে আমি চিকিৎসা দেব কি করে? আপনি বিচক্ষণ মানুষ, প্যান্ট খুলতে এত আপত্তি করছেন কেন?
রোগীঃ তাই বলে বাজারে?
ডাক্তারঃ তাহলে বাজারে আমাকে এসব কথা বলছেন কেন?
…………
…………
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।