একজন খেটে খাওয়া সাধারণ মানুষ....
'দূরন্ত বাতাসে উড়ে যাচ্ছে টাইম টেবিলের হলুদ পত্রালী'
সময়ের স্রোতে ভেসে যাবে
আমার চির পরিচিত এই ইসকুল, পাঁচলাইশের শান্ত নীড়
সব ছাপিয়ে আমি একা চলে যাব কোন এক মধ্যরাতে
অথবা, সবার অগোচরে মধ্যদুপুরে
সবাইকে ব্যস্ততা কানে শীসা ঢেলে দেবে
আর চোখে মরিচিকা,
আমি চলে যাব দ্রুত এইসব চিহ্ণ গুলো পেছনে ফেলে
যেন কুয়াশার গাঢ় চাদর ঢেকে রাখবে সব
আর আমি স্বপ্নে গোংগানীর মতো
ব্যর্থ চিতকার করে তোমাদের ডেকে ডেকে অস্হির
কীন্তু কোন রা নেই, ভাবান্তর নেই কোন
সময় এভাবেই আমাদের হাত গলে বের হয়ে যায় দ্রুত
আমাদের অপ্রস্তুত করে
ছিনিয়ে নেয় মখমল সুখের স্মৃতিগুলো
ক্লান্তিতে নূয়ে পড়ি চোরাবালিতে
যেখানে আমাদের বেঁচে থাকার চেষ্টা
আমাদের অতলান্তে তলিয়ে দ্যায় দ্বিগুন বেগে
তবু, নির্মোহ এই মনের শুদ্ধতার শক্তি আর
আমার নিখাদ ভালবাসার অন্তরাটুকুই
সময়ের তীব্র লালচোখে ভরে দেবে স্বর্গীয় মুগ্ধতা।।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।