আমাদের কথা খুঁজে নিন

   

বাংলাদেশ ক্রিকেট দলে কোচ হয়ে আসছে ল্যান্স ক্লুজেনার

যখন দেখি চাওয়া-পাওয়া শূন্যতে মিলায়... তখন আমি এই শহরে কষ্ট বেচে খাই :-(
বাংলাদেশ ক্রিকেট দলে কোচ হয়ে আসছে দক্ষিন আফ্রিকার ১৯৯৯ সালের বিশ্বকাপের ট্র্যাজিক হিরো, এক সময়ের হার্ডহিটিং ব্যাটসম্যান ল্যান্স ক্লুজেনার। তবে বর্তমান কোচ জিমি সিডন্স দলের সাথেই থাকছেন প্রধান কোচ হিসেবে। বিশের করে বোলিংয়ের ত্রুটিগুলো শুধরে দিতে তার সঙ্গে থাকবেন ক্লুজেনার। তিনি ১৭১'টি একদিনের ম্যাচ খেলেছেন দক্ষিন আফ্রিকা ক্রিকেট দলের হয়ে রান করেছেন ৩৫৭৬ এবং উইকেট নিয়েছেন ১৯২'টি। টেষ্ট ম্যাচ খেলেছেন ৪৯'টি ১,৯০৬ এবং উইকেট নিয়েছেন ৮০'টি। ক্লুজেনার বাংলাদেশ ক্রিকেট দলের সাথে চুক্তিবদ্ধ হতে যাচ্ছেন এ কথা ঘোষণা করে বিসিবি। বিসিবির মুখপাত্র রাবেদ ইমাম বলেন, ‘‘সবকিছু ঠিকঠাক থাকলে সেপ্টেম্বরের মধ্যেই ক্লুজেনারকে দেখা যাবে টাইগারদের সঙ্গে৷'' অর্থাৎ ঢাকায় নিউজিল্যান্ডের সঙ্গে সিরিজে নামার আগেই মাশরাফি বিন মর্তুজারা পাবেন ক্লুজেনার'কে। শুধু ক্লুজেনার-ই না সাথে থাকবে ফিল্ডিং কোচ হিসেবে আনা হচ্ছে সাবেক ব্রিটিশ বেসবল খেলোয়াড় জুলিয়েন ফন্টেইনকে। বিসিবি জানিয়েছেন, এক সপ্তাহের মধ্যেই ক্লুজেনার আর জুলিয়েনের সঙ্গে চুক্তি হবে৷ আগামী বিশ্বকাপকে সামনে রেখেই বিসিবির যে এই তৎপরতা৷ ২০১১ সালে বিশ্বকাপ ভারত ও শ্রীলঙ্কার সঙ্গে আয়োজন করছে বাংলাদেশও৷ বাংলাদেশের সঙ্গে যুক্ত হওয়ার মধ্য দিয়ে কোচ হিসেবে আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু করতে যাচ্ছেন ৩৮ বছর বয়সি ক্লুজেনার৷ তবে ফন্টেইন এর আগে ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান ও ইংল্যান্ড ক্রিকেট দলে ফিল্ডিং কোচ হিসেবে কাজ করছেন৷
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।