বাংলার মাটি বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল, পুন্য হউক, পুন্য হউক, পুন্য হউক, হে ভগবান। বাংলার ঘর, বাংলার হাট, বাংলার বন, বাংলার মাঠ, পুর্ন হউক, পূর্ন হউক, পূর্ন হ্উক, হে ভগবান।রবীন্দ্রনাথ
Peter Adamson এবং RichardC.Taylor সম্পাদিত the cambridge companion to ARABIC PHILOSOPHY বইটির প্রচ্ছদ
আরব দর্শন সম্বন্ধে ইউরোপের একজন দর্শনের অধ্যাপক বিস্ময়কর একটি মন্তব্য করেছেন:Philosophy written in Arabic and in the Islamic world represents one of the great traditions of Western philosophy. এর মানে ইসলামী বিশ্বের আরবি ভাষায় লিখিত দর্শন ইউরোপের মহান ঐতিহ্য। আমরা জানি নবম খ্রিস্টাব্দ থেকে গ্রিক দর্শন ও মুসলিম ধর্মতত্ত্বের ওপর এই দর্শন গড়ে উঠেছিল । Peter Adamson এবং Richard C.Taylor সম্পাদিত the cambridge companion to ARABIC PHILOSOPHY বইটি এই বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন।
Peter Adamson এবংRichardC.Taylor সম্পাদিত the cambridge companion to ARABIC PHILOSOPHY বইটির ডাউনলোড লিঙ্ক
http://www.mediafire.com/?lgen0gpk8lii018
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।