কবিতা মনের কথা বলে।
কোন এক সকালে
হৃদয়ের গহীন বাগিচায় সমীরন দোল খায়,
কোন এক নিভৃত প্রেমের গভীর আবেগে।
বকুলের ঘ্রান,গোলাপের সুবাস,
কন্ঠে মনিহার,কুন্তল মেঘমল্লিকায় আবৃত।
মলয় সুবাসে মন দোলখায় আপনার অজান্তে ,
রুপসী ষোড়শীর বক্ষ যুগলে পশিয়া।
যেমতি শস্যভরা স্বর্নক্ষেএ দোলে বাতায়নে,
আমার হিয়ার মাঝে, যুবতীর যৌবন হেরিয়া।
মৃদু মন্দা হাস্য বদন নয়নমনোহর,
যৌবন মৌবন রুপ লাবন্যে স্বর্ণ লতিকায়।
মোর চঞ্চল চপল নয়ন পুলকিত হেরিয়া তথায়,
প্রভাত কুসুম চয়ন বিহারে,গোপন অভিসারে।
দমকি দমকি জাগে কৌতুহল প্রেম সঞ্চালনে,
বাড়ায়ে বাহু যুগল একান্ত সঙ্গোপনে-
ললাটে কন্ঠে শোভিত মনিকাঞ্চন বিরাগে।
কোন এক সকালের নব বাষ্প প্রবাহে,
সর্বরী মাঝে হংস মিথুনের জল কল্লোলে-
পলাশ গাদায় মধু আহরনে গুঞ্জনে মক্ষিকা
আপন উল্লাসে।
কিবা উদয়ে,কিবা অস্তাচলে দিনমনি,
উষা কিংবা গোধলীর রক্ত করবী সুশুমায়-
নেওয়া দেওয়ার এক গোপন আলয়ে।
যুবতীর মধুবনে মন সন্তরনে,
একাকী প্রেমের কুন্জে কুসুম সাজাঁয়ে,
মিলনের গভীর আবেগে,সীমাহিন সম্ভাবনায়-
নিজেকে উজাড় করে সেজেছি ভিক্ষারী।
কোন এক সকালের অসীম ভালবাসায়,
শোড়শীর প্রেমানলের আচলে পশিয়া-
প্রেমাগুনে সিক্ত হয়ে কিংবদন্তির মতো।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।