সব কথা বলা যাবে, সত্যটা বলা যাবে না।
হঠাৎ করে আমাদের মায়েরা আত্মঘাতী হয়ে উঠছে!
তাদের আত্মঘাতী সিদ্ধান্তগুলো সেই পুরাতন বির্তক।
কিন্তু তারা একন নিজে মরছে না।
নিজের সন্তানকেও হত্যা করছে।
রিতা তার সন্তান হত্যা করে যেই কলঙ্কের অধ্যয় শুরু করেছে
তার সহ যাত্রী হয়েছে বিলাসী আর গতকাল মাকসুদা।
চিতা জন্মের পড়ে মা চিতা বাঘ পাহারা দেয়।
বাবা চিতা সন্তান খেয়ে ফেলে তাই মা চিতা সন্তান ছেড়ে ক্ষুধায় কাতর হলেও দূরে যায় না।
মানুষ চিতার থেকে ও মহান। অনেক রিকাশাওয়ালা বউ ছেড়ে দেয়।
মা সন্তান নিয়ে পথে ভিক্ষা করে।
সন্তকানকে বাচিয়ে রাখে। মায়েরা এমই। পৃথিবীর সব মা-ই মাহান।
হাৎত আমার মায়েরা কেন কলঙ্কের পথে চলে যাচ্ছে?
এই সব মায়েদের বিচার না করলে হয়ত আগামীর সন্তানরা মায়ের কোলে নিরাপধ হবে না।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।