আমাদের কথা খুঁজে নিন

   

মনে পড়ে আগুনে সব দিন ও প্রিয় শহর

সকাল আর আসেনা গোলাপ হয়ে ফোটেনা কিশোরীর হাতে

মনে পড়ে টাউন হল থেকে বেরিয়ে একটু দূরে লালদাগা দেয়ালের পূবালী চত্বর আগুনের ফুলকিদের আগুন আগুন দূপুর আগুন ঝরা রাজপথে আগুন হয়ে উঠার কাজলাদিদির কোমরে উড়নাবাধা বারূদগন্ধী স্লোগান জালোরে....জ্বালো.. মনে পড়ে আপোসহীন দিন। মনে পড়ে আমি যুগে যুগে আসি নজরুল মঞ্চে কমরেড রতনের অতি নিকটের বিপ্লবের বিপ্লবী স্বপ্নের বিপ্লবী সুদৃঢ় কথামালা মনে পড়ে আগুন হয়ে উঠবার দিন জীবনকে হাতের তালুতে পুরে ছুঁড়ে ফেলবার দুঃসাহসী সাহসী সাহসের দিন। মনে পড়ে সূর্যের মত জ্বলে থাকার প্রেরণাদায়ী গান 'ও আলোর পথ যাত্রী ,এ যে রাত্রী ,এখানেই থেমোনা'। মনে পড়ে কবিতা তোমার কবিতার কর্মশালা পলেস্তারা খসে যাওয়া শতবর্ষী চুনসুরকীর বৃদ্ধদেয়াল। মনে পড়ে নাটকের মহড়ায় করুণ সংলাপ মালিক! হামাকে আর মানুছ হতে বলিস না মালিক! হামি আর মানুছ হতে পারবে নাই। মনে পড়ে আড্ডা,রানীর কুঠির, গোমতীর তীর গ্রীষ্মদিনের দিগম্বর ধর্মসাগর মনে পড়ে প্রিয় শহর।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।