আমি সত্য কথাই বলি.....যত কঠিনই হোক...
সন্তু লারমা। পাহাড়ের নেতা। নিজেকে মহাগুরুত্বপূর্ণ একজন মানুষ ভাবেন,পাত্তা দেননা-হাসিনা,খালেদা,কাউকেই। গাঁয়ে মানেনা,আপনি মোড়ল। তার কথা মতো না চললে,খবর আছে পাহাড়ে.......................।
আজ আদিবাসী দিবস নিয়ে মেতে উঠা টিভি চ্যানেলগুলোতে দেখলাম শহীদ মিনারে আদিবাসী ফোরামের প্রোগ্রামে তিনি বেশ কুর্দন করলেন,করলেন সেই পুরনো গলাবাজি,মিথ্যার বেসাতি। তার সাথে ছিলো অসংখ্যা অ(প্রগিতিশীল) বুদ্ধিজীবি(বিক্রেতা)।
................................আমি অবাক হলাম। সন্তু লারমা,জাতীয় শহীদ মিনারে ! ঘটনা কি ! যেই ব্যাটা গত ১২ বছরে একবারও রাঙামাটিতে শহীদ মিনারে যায় নাই,শহীদদের প্রতি শ্রদ্ধা জানায় নাই,সেই এখন জাতীয় শহীদ মিনারে !!!!
আহারে দেশ !!!!!!!!!!!!!
ব্লগাররা...............একটি তথ্য জানিয়ে রাখি,,,নিজদেরে মতো যাচাই করে নিয়েন.......জাতীয় দিবন,ভাষা দিবস,বিজয় দিবস,কোন দিবসেই শহীদ মিনারে যাননা এই সন্তু লারমা ! আমাদের শহীদরা তার কাছে শহীদ না ! তার শহীদ হলো..তার লড়াইয়ে নিহত সহযোদ্ধারা ! তিনি বাংলাদেশ রাষ্ট্র মানেননা। এমনকি তার দলের গুরুত্বপূর্ণ নেতারা কেউই যায়না।
সন্তু লারমা নিজেই বলেন-পার্বত্য চুক্তি তাদের আন্দোলনের একটি ধাপ,চুক্তি বাস্তবায়নের পর শুরু হবে পরবর্তী ধাপ। পরবতী ধাপ কি ? স্বাধীনতার লড়াই ! তাই এখনো পাহাড়ে বিলুপ্ত করা হয়নি জনসংহতির সশস্ত্র শাখা । প্রমাণ চান ? নিজে এসে থাকুন ৬ মাস।
সুতরাং যারা তাকে নিয়ে নাচেন তারা একবার ভাবেন,গোলাম আযমরা ৭১ এ যা করেছিল,আপনারা কি তার চেয়ে ভালো কিছু করছেন ?? ইতিহাস একদিন রায় দিবে.......................
সন্তু লারমা যে কত বড় দেশদ্রোহী তা যদি একবার বুঝত আমাদের বামপন্থীরা আর সুশীলরা !!!...................................
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।