আমাদের কথা খুঁজে নিন

   

শিল্প-প্রদর্শনী

যুদ্ধাপরাধীদের বিচার চাই

জার্মানির সিগবুর্গে ''ইয়ংস কুনস্ট ফোরাম''র আয়োজনে গত ৩০শে এপ্রিল থেকে শুরু হয়েছে ''আন্তর্জাতিক চারু-শিল্প প্রদর্শনী ২০১০'' উৎসব। ১৫টি দেশের ১৮জন চারু-শিল্পীদের শিল্পকর্মের প্রদর্শনী হচ্ছে এবছর । চলবে ২৭শে আগষ্ট পর্যন্ত। সন্ধ্যা সাতটায় সিগবু্র্গের মেয়র ফ্রান্জ হুন '' আন্তর্জাতিক চারু-শিল্প প্রদর্শনী ২০১০''র উদ্ববোধন করলেন। উদ্বোধনের সময় মেয়র ফ্রান্জ হুন প্রতিটি দেশের চারুশিল্পীদের এত দুর-দুরান্ত থেকে এসে সিগবুর্গের এই প্রদর্শনীতে অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ জানান।

তিনি আরো বলেন, ভিন্ন ভিন্ন দেশের ভিন্ন ভিন্ন ভাষার চারু-শিল্পীরা একত্রিত হয়ে সিগবুর্গে এত বড় এবং চমৎকার একটি প্রদর্শনী আয়োজন করেছে, তাই তিনি অভিভুত। প্রদর্শনীতে স্থান পেয়েছে বিভিন্ন মাধ্যমের চিত্রকর্ম, কাঠ, পাথর এবং ধাতব ভাস্কর্য্য ছাড়াও বেশ কয়েকটি ইন্সটলেশন। ইন্সটলেশন এর মাধ্যমে শিল্পীরা চলমান বিশ্বের মন্দা-অর্থনীতি, রাজনৈতিক সম্পর্ক, পারমানবিক অস্ত্র-বিস্তার সমস্যা এবং বিশ্ব-শান্তি- এধরনের বিষয় তুলে ধরেছেন। জার্মানি ছাড়াও আরো যে ১৪টি দেশের চারুশিল্পীরা প্রদর্শনীতে অংশগ্রহণ করেছে। শিল্পীরা হলেন, রোমানিয়ার শিল্পী স্টেফান হাভাদি নাগি, কলোম্বিয়ার মার্থা গার্ছিয়া,সেনেগালরে মামাদৌ ডিয়াকাটে এবং আব্দৌ ডিয়াটা, বেলজিয়ামের মার্ক কির্সভরিন্ক, স্পেনের যোয়ান পের্টি, পোলেনের মালা ফন ফিগাশিভেস্কি, দক্ষিণ কোরিয়ার থিয়ন হেনযে, সিরিয়ার ইউসুফ জুবায়ের, মেক্সিকোর রোজানা ভেলাস্কো, ইতালির এলেনা পিনসি, রাশিয়ার একাতেরিনা মিলুকুভা, তুরস্কের আজুমান হাসিরসি্ওগ্লু, জার্মানির হান্স গুটনার সিরনার, মেলেনা রোটসেরথ, কার্ল-হাইন্স লোবাক এবং বাংলাদেশের পক্ষ থেকে ওমর ফারুক লুক্স।

প্রদর্শনীতে ওমর ফারুক লুক্সের দুটি পাথরের ভাস্কর্য্য এবং একটি ইন্সটলেশন প্রদর্শিত হচ্ছে। ইন্সটলেশনে শিল্পী বর্তমান বিশ্বের পারমানবিক অস্ত্রের বিস্তারের বিপক্ষে এবং আমেরিকা, ইরান ও উত্তর কোরিয়ার পারস্পরিক রাজনৈতিক সম্পর্ক নিয়ে কাজ করেছেন; ইন্সটলেশনটি স্থানীয় পত্র -পত্রিকায় ও দর্শকদের মাঝে বেশ আলোচিত হয়েছে। ওমর ফারুক লুক্স বাংলাদেশের ঢাকা চারুকলা ইন্সটিটিউটের ছাত্র ছিলেন। এরপর জার্মানির বনের আলানুস আর্ট ইউনিভার্সটিতে ভাস্কর্য্য বিষয়ে পড়াশোনা করেছেন। বর্তমানে তিনি জার্মানির বন শহরে বসবাস করছেন।

ভাস্কর্য্য চর্চ্চা চালিয়ে যাচ্ছেন সিগবুর্গে নিজের স্টুডিওতে। নরওয়ের কালো লারভিকিট পাথর শিল্পীর প্রিয় মাধ্যম। এবছর সেপ্টেম্বর এ জার্মানির ওবারপ্লাইসে ভাস্কর ওমর ফারুক লুক্স এর তিন মাস ব্যাপি একক ভাস্কর্য্য প্রদর্শনী শুরু হবে। (গত ৬ই আগষ্ট দৈনিক কালের কন্ঠে সংবাদটি প্রকাশিত হয়েছ )

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।